Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ছ’বছরের লড়াইয়ে মিলল ক্ষতিপূরণ

ছ’বছর আগে, ২০১৩ সালের জানুয়ারিতে অগ্নিদগ্ধ হয়েছিলেন বলাকা ঘোষ নামে ওই রোগিণী। ক্ষত ততটা গুরুতর নয় বলে তাঁকে এসএসকেএম ভর্তি করতে রাজি হননি সেখানকার ডাক্তারেরা। পরে এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসা করান বলাকাদেবী।

এসএসকেএম হাসপাতাল।—ফাইল চিত্র।

এসএসকেএম হাসপাতাল।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৫
Share: Save:

কলকাতা ক্রেতা সুরক্ষা আদালতের রায় মেনে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগিণীকে তিন লক্ষ ১৮ হাজার টাকা ক্ষতিপূরণ দিলেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার আদালতে শুনানির আর্জি জানিয়ে চেকটি জমা দেন তাঁরা।

ছ’বছর আগে, ২০১৩ সালের জানুয়ারিতে অগ্নিদগ্ধ হয়েছিলেন বলাকা ঘোষ নামে ওই রোগিণী। ক্ষত ততটা গুরুতর নয় বলে তাঁকে এসএসকেএম ভর্তি করতে রাজি হননি সেখানকার ডাক্তারেরা। পরে এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসা করান বলাকাদেবী। এসএসকেএমের চিকিৎসকেরা রোগিণীর অবস্থা সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন, সেই কথা বলে তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মেনে নিয়েই রায় দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। গত মার্চের ওই রায়ের পরে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এসএসকেএম কর্তৃপক্ষ কোনও আর্জি না-জানানোয় হাসপাতালের সুপারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরে এসএসকেএম রাজ্য ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করলেও সুপারের নামে পরোয়ানার স্থগিতাদেশ আদায় করতে পারেনি।

এসএসকেএমের তরফে আইনজীবী স্বপন পাল এ দিন বলেন, ‘‘কিছুটা বাধ্য হয়ে সুপারের গ্রেফতারি এড়াতেই ক্ষতিপূরণের টাকা দিতে হয়েছে। তবে মামলা চলবে।’’ উচ্চতর আদালতে মামলা চালানোর কথা বলেছেন এসএসকেএমের সুপার রঘুনাথ মিশ্রও। তবে বলাকাদেবীরা খুশি ক্ষতিপূরণের টাকা পেয়ে।

তাঁর আইনজীবী বেদ শর্মা বলছেন, ‘‘ছ’বছর বাদে রোগিণী সুবিচার পেলেন, এটা ইতিবাচক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SSKM Hospital Compensation Consumer Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE