Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কলকাতায় ফের অস্থায়ী উপাচার্য

শনিবার দায়িত্ব নিলেন সোনালীদেবী। ২০১৫ সালের জুলাই মাসে কলকাতা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন সুরঞ্জন দাস। তার পর থেকে দু’দফায় (প্রতি দফা ছ’মাস) সুগত মারজিত এবং দু’দফায় আশুতোষ ঘোষকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়।

অস্থায়ী: নতুন উপাচার্য সোনালি চক্রবর্তী। নিজস্ব চিত্র

অস্থায়ী: নতুন উপাচার্য সোনালি চক্রবর্তী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ০৩:২২
Share: Save:

ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিলেন একজন অস্থায়ী উপাচার্য। সুগত মারজিত, আশুতোষ ঘোষের পরে এ বার সোনালি চক্রবর্তী।

সুগতবাবু এক বছর অস্থায়ী উপাচার্যের দায়িত্বে ছিলেন। পরবর্তী এক বছর অস্থায়ী উপাচার্য ছিলেন আশুতোষবাবু। শনিবার দায়িত্ব নিলেন সোনালীদেবী। ২০১৫ সালের জুলাই মাসে কলকাতা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন সুরঞ্জন দাস। তার পর থেকে দু’দফায় (প্রতি দফা ছ’মাস) সুগত মারজিত এবং দু’দফায় আশুতোষ ঘোষকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়।

কেন কলকাতার মতো বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্যকে দিয়ে চালানো হচ্ছে তা নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছিল ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা নাক এর পরিদর্শক দল। কিন্তু তার পরেও ফের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিযুক্ত হলেন একজন অস্থায়ী উপাচার্যই। শিক্ষামহলে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিতর্ক এড়ানোর জন্য রাজ্য সরকারও স্থায়ী উপাচার্য খুঁজতে তড়িঘড়ি সার্চ কমিটি গড়েছে। উচ্চ শিক্ষা দফতরের এক কর্তা শনিবার জানান, যত দ্রুত সম্ভব একজন স্থায়ী উপাচার্য খোঁজা হবে কলকাতার জন্য।

এ দিন দায়িত্ব নিয়ে সোনালিদেবী বলেন, ‘‘সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়াই উদ্দেশ্য।’’ নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত জটিলতা তিনি দ্রুত কাটিয়ে উঠতে চান বলে জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE