Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হাতব্যাগে গুলি মিলল বিমানযাত্রীর

নিয়ম অনুযায়ী, বিমানে কোনও ধরনের আগ্নেয়াস্ত্র বা আগ্নেয়াস্ত্রের গুলি নিয়ে ওঠা যায় না। যাত্রীর কাছে সেটির লাইসেন্স থাকলেও নয়। বিমানযাত্রার বিধি বলছে, কোনও যাত্রীর সঙ্গে বৈধ বা লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থাকলে আগে থেকেই তা উড়ান সংস্থাকে জানাতে হয়। ভ্রমণের সময়ে তা জমা রাখতে হয় পাইলটের কাছে। গন্তব্যে পৌঁছে তবে আবার যাত্রীর হাতে তা তুলে দেওয়া হয়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০২:১৮
Share: Save:

কলকাতা থেকে বিমানে গুয়াহাটি যাওয়ার আগে এক যাত্রীর কাছে পাওয়া গেল পিস্তলের একটি ম্যাগাজ়িন ও ছয় রাউন্ড গুলি। ওই যাত্রীর নাম প্রদীপ মিত্তল। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, প্রদীপের কাছে পিস্তলটির কোনও লাইসেন্স ছিল না। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের ভোপালে। তিনি বিয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গুয়াহাটি যাচ্ছিলেন।

নিয়ম অনুযায়ী, বিমানে কোনও ধরনের আগ্নেয়াস্ত্র বা আগ্নেয়াস্ত্রের গুলি নিয়ে ওঠা যায় না। যাত্রীর কাছে সেটির লাইসেন্স থাকলেও নয়। বিমানযাত্রার বিধি বলছে, কোনও যাত্রীর সঙ্গে বৈধ বা লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থাকলে আগে থেকেই তা উড়ান সংস্থাকে জানাতে হয়। ভ্রমণের সময়ে তা জমা রাখতে হয় পাইলটের কাছে। গন্তব্যে পৌঁছে তবে আবার যাত্রীর হাতে তা তুলে দেওয়া হয়।

পুলিশ, তদন্তকারী সংস্থা বা সেনাবাহিনীর কোনও কর্মী যদি ডিউটিতে থাকেন এবং তাঁর কাছে যদি ‘মুভমেন্ট অর্ডার’ থাকে, তা হলে নিজের পরিচয়পত্র দেখিয়ে তবেই তিনি চেক-ইন ব্যাগেজে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে পারেন। একমাত্র ভিভিআইপি-দের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত এসপিজি, এনএসজি-রা সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানে উঠতে পারেন।

প্রশ্ন উঠেছে, ওই যাত্রী কি নিয়মের বিন্দুবিসর্গও জানতেন না? না-হলে এত অকুতোভয় হয়ে নিজের হাতব্যাগে পিস্তলের গুলি নিয়ে সটান বিমানে উঠতে যাচ্ছিলেন কী করে? মঙ্গলবার গুয়াহাটির ওই উড়ানটির ছাড়ার কথা ছিল দুপুর ১টা ৪০ মিনিটে। প্রদীপ ১২টার একটু আগে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে পৌঁছন। তখনই ম্যাগাজ়িন ও গুলি পাওয়া যায়। পরে তাঁর চেক-ইন ব্যাগ ফেরত এনে তাঁকে

পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, ভোপালে প্রদীপের পিস্তলের লাইসেন্স রয়েছে। ইমেলে সেই লাইসেন্সের কপি আনিয়ে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দিয়ে ছাড়া পান তিনি। গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Airport Bullet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE