Advertisement
২৬ এপ্রিল ২০২৪
আর জি কর

ছাত্রকে খুঁজতে তদন্ত কমিটি

আর জি কর মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিতের নিখোঁজ হওয়ার ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গড়লেন কলেজ কর্তৃপক্ষ। পুলিশ তদন্ত করলেও সিআইডি তদন্তের দাবি তুলেছে অভিজিতের পরিবার। পুলিশ জানায়, যাওয়ার আগে মোবাইলের কল লিস্ট মুছে দেন অভিজিত্। নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেন তিনি। সোমবার কলেজের অধ্যক্ষ শুদ্ধোদন বটব্যাল বলেন, ‘‘কলেজ কর্তৃপক্ষ, টালা থানা ও লালবাজার মিসিং স্কোয়াড, তিন জায়গা থেকেই তদন্ত চলছে।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০৩:৩২
Share: Save:

আর জি কর মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিতের নিখোঁজ হওয়ার ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গড়লেন কলেজ কর্তৃপক্ষ। পুলিশ তদন্ত করলেও সিআইডি তদন্তের দাবি তুলেছে অভিজিতের পরিবার। পুলিশ জানায়, যাওয়ার আগে মোবাইলের কল লিস্ট মুছে দেন অভিজিত্। নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেন তিনি।
সোমবার কলেজের অধ্যক্ষ শুদ্ধোদন বটব্যাল বলেন, ‘‘কলেজ কর্তৃপক্ষ, টালা থানা ও লালবাজার মিসিং স্কোয়াড, তিন জায়গা থেকেই তদন্ত চলছে।’’ বিশেষ তদন্ত কমিটিতে থাকছেন ডিন অব স্টুডেন্টস অ্যাফেয়ার, ডেপুটি সুপারইনটেনডেন্ট অব বয়েজ হস্টেল, অ্যাসিস্ট্যান্ট সুপারইন্টেনডেন্ট, বায়োকেমিস্ট্রির এক শিক্ষক ও ছাত্র সংগঠনের সভাপতি। কমিটি রিপোর্ট দেবে হস্টেল কমিটিকে। সেই রিপোর্ট যাবে কলেজ অধ্যক্ষের কাছে।

সোমবার ভোরে মজফ্‌ফরপুর থেকে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান অভিজিতের বাবা উমেশ্বর সিংহ। পরে যান অভিজিতের ছাত্রাবাসে। উমেশ্বরবাবু জানান, ১৮ মার্চ শেষ বার যখন মুজফ্‌ফরপুরে যান অভিজিত্ তখন তাঁর মধ্যে কোনও অবসাদের ছাপ ছিল না।

এ দিন পুলিশের ফরেন্সিক দল ফের ছাত্রাবাসে তল্লাশি চালায়। পরে অভিজিতের পরিবারকে টালা থানায় ডেকে নিয়ে যাওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE