Advertisement
০৮ মে ২০২৪

পুজোর আগেই ন’টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা

সংস্থার এক আধিকারিক জানান, পুজো মিটলে দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা হবে বাকি আটটি উড়ালপুল ও সেতুর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৯ ০২:৩১
Share: Save:

স্বাস্থ্য পরীক্ষা এবং মেরামতির জন্য কলকাতা এবং শহরতলি মিলিয়ে মোট ১৭টি উড়ালপুল এবং রেলসেতু ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ঠিক হয়েছে, তার মধ্যে প্রথম পর্যায়ে মোট ন’টি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। চলতি সপ্তাহ থেকেই সেই কাজ শুরু হচ্ছে। কেএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছেন, পুজোর আগেই তা শেষ করা হবে।

সংস্থার এক আধিকারিক জানান, পুজো মিটলে দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা হবে বাকি আটটি উড়ালপুল ও সেতুর। তার পরেই পরীক্ষার রিপোর্ট দফতরে জমা দেওয়া হবে। রিপোর্টের ভিত্তিতে মেরামতি সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেএমডিএ কর্তৃপক্ষ দাবি করেছেন, বিশেষজ্ঞ কমিটির নির্দেশে উপদেষ্টা নিয়োগ করে তাঁদের পরামর্শ মতো উড়ালপুল ও সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

দফতর সূত্র জানা গিয়েছে, দ্বিতীয় পর্যায়ে যে আটটি উড়ালপুল এবং সেতু পরীক্ষা করার কথা সেগুলি হল ঢাকুরিয়া উড়ালপুল, চেতলা উড়ালপুল, করুণাময়ী সেতু, চিৎপুর উড়ালপুল (১), চিৎপুর উড়ালপুল (২), অম্বেডকর সেতু, ক্যানাল ব্রিজ এবং পার্ক সার্কাসের কাছে আরসিসি সেতু। কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, একসঙ্গে সব ক’টি উড়ালপুলের পরীক্ষা করা সম্ভব নয়। যে উড়ালপুল এবং সেতুগুলি অনেক বছর আগে তৈরি হয়েছে অথবা পরিদর্শনের পরে প্রাথমিক ভাবে খুঁত ধরা পড়েছে, সেগুলি আগে পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে অল্প-বিস্তর মেরামতিও করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flyover KMDA Durgapuja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE