Advertisement
২৬ এপ্রিল ২০২৪

‘অপহৃত’ কিশোরী, ধৃত অভিযুক্ত

ভুয়ো পরিচয় দিয়ে এক কিশোরীকে ফুসলিয়ে ভিন্‌ রাজ্যে পালিয়েছিল এক যুবক। ওই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ০০:০৪
Share: Save:

ভুয়ো পরিচয় দিয়ে এক কিশোরীকে ফুসলিয়ে ভিন্‌ রাজ্যে পালিয়েছিল এক যুবক। ওই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। তদন্তে নেমে প্রায় দু’সপ্তাহ পরে চণ্ডীগড় থেকে অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। উদ্ধার হয় কিশোরীও। আজ, বুধবার ওই যুবককে হাওড়া আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রের খবর, ব্যাঁটরা থানার নরসিংহ দত্ত রোডের বাসিন্দা, বছর ষোলোর ওই কিশোরীর সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় বিহারের জুগনু আলমের। পরিচয় গোপন করে ওই যুবক জানিয়েছিল, সে জি টি রোডের কাছে মল্লিকফটকের দুধগলির বাসিন্দা। ক্রমে দু’জনের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। গত ২৫ ডিসেম্বর নিখোঁজ হয়ে যায় তারা। মেয়েটির পরিবার অপহরণের অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে অভিযুক্ত যুবকের মোবাইলের টাওয়ার-অবস্থান দেখে পুলিশ জানতে পারে, তারা দিল্লির গ্রেটার নয়ডায় রয়েছে। কিন্তু, দু’দিন পরেই চণ্ডীগড় চলে যায়। তদন্তকারীরা জানান, জুগনু ঘনঘন মোবাইল নম্বর পাল্টাচ্ছিল ও কিশোরীর বাড়িতে ফোন করে টাকার দাবি করছিল। ওই যুবকের দাবি ক্রমাগত বাড়তে থাকায় ঝুঁকি না নিয়ে চণ্ডীগড় যায় ব্যাঁটরা থানার বিশেষ বাহিনী। স্থানীয় নয়াগাঁও থানার সাহায্যে জুগনুকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ওই কিশোরীও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Howrah Kidnap
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE