Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ট্রাম ছাড়া কলকাতার ইতিহাস অসম্পূর্ণ

একে একে বন্ধ হয়ে গিয়েছে ট্রামের বহু রুট। আগামী দিনে হয়তো থেমে যাবে আরও অনেক ট্রামের যাত্রা। কিন্তু ট্রাম ছাড়া কলকাতার ইতিহাস অসম্পূর্ণ। পুরনো ও অচল বেশ কিছু ট্রামকে অভিনব ভাবে ব্যবহার করে ট্রামের ঐতিহ্যকে তুলে ধরছে একটি পোশাক প্রস্তুতকারক সংস্থা।

শনিবার ছবিটি তুলেছেন বিশ্বনাথ বণিক।

শনিবার ছবিটি তুলেছেন বিশ্বনাথ বণিক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ০০:০৯
Share: Save:

একে একে বন্ধ হয়ে গিয়েছে ট্রামের বহু রুট। আগামী দিনে হয়তো থেমে যাবে আরও অনেক ট্রামের যাত্রা। কিন্তু ট্রাম ছাড়া কলকাতার ইতিহাস অসম্পূর্ণ। পুরনো ও অচল বেশ কিছু ট্রামকে অভিনব ভাবে ব্যবহার করে ট্রামের ঐতিহ্যকে তুলে ধরছে একটি পোশাক প্রস্তুতকারক সংস্থা। গড়িয়াহাট ট্রাম ডিপোকে ব্যবহার করে তারা সাজিয়ে তুলছে অচল ট্রামগুলি। কোনওটিকে করে ফেলা হচ্ছে মিনি সিনেমা হল। কোনওটাতে মঞ্চস্থ হবে নাটক, আবার কোনওটিতে স্রেফ আড্ডার ব্যবস্থা। একটির গায়ে আঁকা হচ্ছে ছবি। শহরের তরুণ প্রজন্ম, বিশেষ করে নানা রক ব্যান্ড, চিত্রশিল্পী, গায়কদের মেলামেশা ও আদানপ্রদানের একটি খোলামেলা মঞ্চ হিসেবেই গড়ে উঠবে জায়গাটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tram kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE