Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ধসের ধাক্কা গয়না শিল্পেও

সেকরাপাড়া লেন, দুর্গা পিতুরি লেন, গৌর দে লেন-সহ বৌবাজারের বিভিন্ন জায়গার ওই সব কারখানায় কয়েক কিলোগ্রাম গয়না ও কাঁচা সোনা আটকে রয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৯
Share: Save:

গয়না চাহিদা কমায় রোজগার হারাচ্ছেন ব্যবসায়ী ও কারিগরেরা। তার উপরে ধসের কারণে বৌবাজার অঞ্চলে ২৫টিরও বেশি গয়না তৈরির কারখানা বন্ধ হয়ে রয়েছে। ফলে সেই কারখানাগুলিতে কাজ করতেন, এমন প্রায় ৩৫০ জন কারিগর এখন কর্মহীন। সমস্যায় পড়েছে সেখানে গয়না তৈরি করতে দেওয়া বিপণিগুলিও।

সেকরাপাড়া লেন, দুর্গা পিতুরি লেন, গৌর দে লেন-সহ বৌবাজারের বিভিন্ন জায়গার ওই সব কারখানায় কয়েক কিলোগ্রাম গয়না ও কাঁচা সোনা আটকে রয়েছে। তবে পুলিশ ও রাজ্য প্রশাসন ওই অঞ্চলটি ঘিরে রেখে নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানান বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার। তিনি বলেন, ‘‘গয়নার বরাতের কাগজপত্র কারখানাগুলির ভিতরে রয়েছে। সেগুলি নষ্ট হয়ে গেলে মালিকেরা সমস্যায় পড়বেন।’’

বৌবাজারের ওই সমস্ত কারখানায় গয়না গড়াতে দেয় রাজ্যের বহু জায়গার শোরুম। কারখানাগুলিতে উৎপাদন স্থগিত থাকায় সমস্যায় পড়েছেন শোরুমের মালিকরাও। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, ‘‘একেই বাজার খারাপ। তার উপরে কারখানাগুলিতে গয়না আটকে থাকার ফলে ডেলিভারি দেওয়া যাচ্ছে না। সামনেই পুজো। কত দিনে সমস্যা মিটবে, তার অপেক্ষাতেই রয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE