Advertisement
২৬ এপ্রিল ২০২৪
B C Roy Memorial Hospital

বি সি রায়ে ধোঁয়া, আতঙ্ক

ক্ষতিগ্রস্ত যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন করার পরে আগুন নেভাতে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার করেন হাসপাতালের কর্মীরা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪০
Share: Save:

শ্বাসকষ্টজনিত রোগে ভুগলে শরীরে হাওয়া সরবরাহে সাহায্য করে ‘সিপাপ’ যন্ত্র। মঙ্গলবার দুপুরে বি সি রায় শিশু হাসপাতালে সেই যন্ত্র থেকেই ধোঁয়া বার হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিজনেরা।

হাসপাতাল সূত্রের খবর, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ সদ্যোজাতদের ওয়ার্ডে ঘটনাটি ঘটে। সেখানে ১৯টি শয্যা রয়েছে। কালো ধোঁয়া দেখে তড়িঘড়ি সেই সব শয্যায় চিকিৎসাধীন শিশুদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়। এ দিকে, আগুন লেগেছে খবর পেয়ে সদ্যোজাতদের পরিজনেরা আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। সদ্যোজাত ওয়ার্ডের পাশেই এনআইসিইউ এবং এসএনসিইউ ওয়ার্ড রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সদ্যোজাতদের সেখানে স্থানান্তর করা হয়। হাসপাতালের একটি সূত্রের খবর, এনআইসিইউ-তে সংস্কার চলছে। আপৎকালীন পরিস্থিতিতে তারই মধ্যে সদ্যোজাতদের রাখার ব্যবস্থা হয়।

ক্ষতিগ্রস্ত যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন করার পরে আগুন নেভাতে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার করেন হাসপাতালের কর্মীরা। আধ ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোগীর পরিজনদের বক্তব্য, সদ্যোজাতদের ওয়ার্ডে কী ভাবে এমন হল তা খতিয়ে দেখা উচিত। হাসপাতালের সুপার তথা উপাধ্যক্ষ সন্দীপ সামন্ত বলেন, ‘‘যন্ত্র থেকে ধোঁয়া বেরোনোয় আতঙ্ক ছড়িয়েছিল। তৎপরতার সঙ্গে সামলে দেওয়া গিয়েছে। কী ভাবে ধোঁয়া বেরোলো তা দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

B C Roy Memorial Hospital CPAP Machine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE