Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ট্রামের টানে ফের শহরে মেলবোর্নের রবের্তো

মের প্রতি ভালবাসার সূত্রেই আড়াই দশক ধরে কলকাতার ট্রাম রক্ষা আন্দোলনের সঙ্গে জুড়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ট্রাম কন্ডাক্টর রবের্তো দান্দ্রিয়া।

ট্রাম নিয়ে প্রচারে রবার্তো দান্দ্রিয়া। মঙ্গলবার। নিজস্ব চিত্র

ট্রাম নিয়ে প্রচারে রবার্তো দান্দ্রিয়া। মঙ্গলবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ০২:৪২
Share: Save:

কয়েক হাজার মাইল দূরের দুই শহরের মধ্যে সংযোগকারী কোনও ট্রামরাস্তা নেই।

তবু ট্রামের প্রতি ভালবাসার সূত্রেই আড়াই দশক ধরে কলকাতার ট্রাম রক্ষা আন্দোলনের সঙ্গে জুড়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ট্রাম কন্ডাক্টর রবের্তো দান্দ্রিয়া।

পুজোর কলকাতায় পাঁচ দিনের বিশেষ ট্রামযাত্রায় শামিল হওয়ার পাশাপাশি শ্যামবাজার পল্লি সঙ্ঘ ক্লাবের ট্রাম থিমের মণ্ডপও উদ্বোধন করবেন রবের্তো। মঙ্গলবার নোনাপুকুর ডিপো থেকে ‘কলকাতা ট্রাম ইউজার্স সোসাইটি’র উদ্যোগে বিশেষ ট্রামযাত্রার সূচনা হয়। আগামী ৫ অক্টোবর পর্যন্ত শহরের বিভিন্ন ট্রাম রুটে সফর করবে দু’কামরার ৬৮৫ নম্বর ট্রামটি।

পেশায় ট্রাম কন্ডাক্টর রবের্তো নিজের শহরে ট্রাম রক্ষায় কয়েক দশক ধরে বিভিন্ন প্রচার-আন্দোলনের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত। গত ২৬ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছনোর পরে কসবার একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের মধ্যে ট্রাম নিয়ে সচেতনতার প্রচার চালান তিনি। এ দিন ট্রামযাত্রা শুরুর পরে কন্ডাক্টরের পোশাকে কলকাতা-মেলবোর্ন মৈত্রী ট্রামযাত্রার বিশেষ টিকিট যাত্রীদের মধ্যে বিলি করতে দেখা যায় তাঁকে। পরিবেশ বাঁচাতে ট্রাম চালানোর বার্তা দিতে শ্যামবাজার পল্লী সঙ্ঘের পুজোর মণ্ডপও উদ্বোধন করবেন তিনি। রবের্তোর কথায়, ‘‘ট্রামের প্রতি টানের সুতোই আমার মতো আরও অনেককে এ শহরে বেঁধে রেখেছে। শহরের প্রয়োজনেই ট্রাম বাঁচানো জরুরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trum Melbourne Durga Puja 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE