Advertisement
১১ মে ২০২৪

বিজেপি ও তৃণমূলের মারামারি ভাঙড়ে

ভোলানাথের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ভাঙড় শেষ আপডেট: ১৮ মে ২০১৯ ০১:১০
Share: Save:

বিজেপি তৃণমূলের মারামারিতে জখম হলেন ৩ জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সুন্দরবন কোস্টাল থানার ৬ নম্বর ছোট মোল্লাখালিতে। পুলিশ জানিয়েছে, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাতের দিকে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার-স্লিপ দিচ্ছিলেন। অভিযোগ, সে সময়ে বিজেপির কর্মী-সর্মথকেরা তাঁদের কটূক্তি করেন। তৃণমূলের লোকজন প্রতিবাদ করায় মারামারি বেধে যায়। অভিযোগ, বিজেপির কয়েকজন কর্মী দা নিয়ে তৃণমূল কর্মীদের উপরে চড়াও হয়। দায়ের কোপে গুরুতর জখম হন তৃণমূল কর্মী ভোলানাথ সরকার, ভবতোষ সরকার ও বাটুল মণ্ডল। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ছোট মোল্লাখালি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় তারাই। ভোলানাথের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোসাবা পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি অচিন পাইক বলেন, ‘‘ভোটের দিন যত এগিয়ে আসছে, বিজেপি মরিয়া হয়ে উঠছে। ওরা বুঝতে পারছে, মানুষ ওদের সঙ্গে নেই। সেই কারণে ওরা আমাদের কর্মীদের উপরে পরিকল্পিত ভাবে হামলা চালাচ্ছে।’’ তাঁদের তিন জন কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন অচিন। অভিযোগ উড়িয়ে দিয়ে গোসাবার বিজেপি নেতা সুকুমার মণ্ডল বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে বিজেপির সম্পর্ক নেই। ওরা মিথ্যা অভিযোগ করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhangar TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE