Advertisement
১১ মে ২০২৪
Coronavirus

কোভিড ভ্যাকসিন দেওয়ার তোড়জোড় চলছে দক্ষিণে

মূলত যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা পোলিও টিকাকরণ কর্মসূচিতে যোগদান করেন, তাঁদেরকেই এই কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে।

—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা 
ভাঙড় শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ০৫:৩৩
Share: Save:

কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। রাজ্যের তিনটি জায়গায় কোভিড প্রতিষেধক কী ভাবে দেওয়া হবে, তার মহড়া হয়েছে ইতিমধ্যেই।

স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, জেলায় ২৯টি বিপিএইচসি, ৭টি স্টেট জেনারেল হাসপাতাল, ১টি জেলা হাসপাতাল, ১টি মেডিক্যাল কলেজ হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে প্রায় ৬০টি জায়গা থেকে কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রায় ৬০০ জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীকে নিযুক্ত করা হচ্ছে। মূলত যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা পোলিও টিকাকরণ কর্মসূচিতে যোগদান করেন, তাঁদেরকেই এই কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। এ জন্য যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা কোভিড প্রতিষেধক দেবেন, তাঁদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পুরো বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের ডিএমসিএইচও সুব্রত ঘোষ।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কোভিড প্রতিষেধক কোথায় রাখা হবে, তার জায়গা চিহ্নিত করা হয়েছে। আপাতত পোলিও টিকা যেখানে কোল্ড স্টোরেজ করা হয়, মূলত সেখানেই কোভিড প্রতিষেধক রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ক্ষেত্রে কোল্ড স্টোরেজগুলি আরও উন্নত করা হচ্ছে। যাঁরা করোনা রোগীদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, তাঁদের একটি তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। যাঁরা প্রতিষেধক দেবেন, তাঁদের তালিকা তৈরি করা হয়েছে। জেলা স্তরে কোভিড প্রতিষেধক দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কারা কারা এর দায়িত্বে থাকবেন, তার তালিকা তৈরি করা হয়েছে।

এ বিষয়ে জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘‘কোভিড প্রতিষেধক দেওয়ার জন্য আমরা সব রকম ভাবে প্রস্তুত। ইতিমধ্যে প্রতিষেধক রাখার জন্য কোল্ড স্টোরেজগুলিকে আরও উন্নতমানের করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus covid-19 bangar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE