Advertisement
১১ মে ২০২৪

যুগলে আত্মঘাতী কিশোর-কিশোরী

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের সীমান্তবর্তী ভাদুড়িয়া গ্রামে। পুলিশ জানায়, মৃতদের নাম রাকেশ মণ্ডল (১৬) এবং সালমা খাতুন (১৪)। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
স্বরূপনগর শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ০৩:২৮
Share: Save:

কীটনাশক খেয়ে আত্মঘাতী হল দুই কিশোর-কিশোরী।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের সীমান্তবর্তী ভাদুড়িয়া গ্রামে। পুলিশ জানায়, মৃতদের নাম রাকেশ মণ্ডল (১৬) এবং সালমা খাতুন (১৪)। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক ধরে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে রাকেশ-সালমার মধ্যে। রাকেশের বাড়ি ভাদুড়িয়ার সীমান্ত-লাগোয়া দন্তমনি গ্রামে। সালমা থাকত ভাদুড়িয়া দক্ষিণপাড়ায়। একজনের পরিবার বিত্তশালী। অন্যজনের বাস ঝুপড়ি ঘরে। দুই পরিবারই সম্পর্ক মেনে নেয়নি বলে জানতে পেরেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজনের সঙ্গে বচসা বাধে রাকেশের। তাকে মারধর, বকাবকি করা হয় বলে অভিযোগ। দুপুর থেকে নিখোঁজ হয়ে যায় রাকেশ-সালমা। দুই পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরেও হদিস মেলেনি।

পুলিশ জানায়, পরিবার দু’টি জানিয়েছে, রাতের দিকে রাকেশের বাড়ির ছাদ থেকে দু’জনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের পাশে পড়ে থাকা কীটনাশকের প্যাকেট দেখে বোঝা যায়, তারা বিষ খেয়েছে। রাতে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরে সেখানেই মারা যায় সালমা। শুক্রবার ভোরের দিকে মারা যায় রাকেশ।

পুলিশের পক্ষে জানানো হয়েছে, পরিবারের চাপেই ছেলেমেয়ে দু’টি এমন সিদ্ধান্ত নিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Suicide Pesticide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE