Advertisement
১১ মে ২০২৪
Basanti

যুব তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার নালিশ

এই ঘটনায় বাসন্তীতে নতুন করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বাসন্তী শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪১
Share: Save:

এক যুব তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার রামচন্দ্রখালি পঞ্চায়েতের মাহাকুর পাড়ায়। সইদুল গাজি নামে বছর বিয়াল্লিশের জখম যুব তৃণমূল কর্মীকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাসন্তীতে নতুন করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়েছে। পুলিশ পিকেট বসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে সোনাখালি থেকে অটোয় চেপে বাড়ি ফিরছিলেন সইদুল। বাড়ির অদূরে অটো থেকে নেমে হাঁটছিলেন। অভিযোগ, সে সময়ে কয়েক জন তাঁর পথ আটকায়। প্রতিবাদ করলে গুলি চালানো হয় বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশের অবশ্য অনুমান, গুলি চলেনি। ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে সইদুল। স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে আসে।এলাকার যুব তৃণমূল নেতা জালাল মোল্লার দাবি, ‘‘তৃণমূলের লোকেরাই পরিকল্পিত ভাবে যুব তৃণমূল কর্মী সইদুলকে খুনের চেষ্টা করেছিল।’’ অভিযোগ অস্বীকার করেছেন বাসন্তী ব্লকের তৃণমূল নেতা আব্দুল মান্নান গাজি। তিনি বলেন, ‘‘সইদুল মদ্যপ। মদ খাওয়া নিয়ে কারও সঙ্গে বচসার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।’’ সইদুলের ছেলে মনিরুল শনিবার সকালে বাসন্তী থানায় আনসার সর্দার, আরজেদ শেখ, খালেক সর্দার-সহ দশ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। শনিবার সন্ধ্যা পর্যন্ত এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Basanti Crime TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE