Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ছাত্রনেতার সঙ্গে বিতর্কের জের

দায়িত্ব থেকে অব্যাহতি বিশ্ববিদ্যালয় কর্তার

গত ১৫ নভেম্বর সংস্কৃতের এক গবেষকের ফেলোশিপ অনলাইনে এন্ট্রি করা নিয়ে শুভপ্রসাদবাবুর সঙ্গে গোলমাল বাধে রামিজের।

পুরনো সিলেবাসের পার্ট ১ বা পার্ট ২-এর বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ফল বেরিয়েছে সাত মাস পরে।—ফাইল চিত্র।

পুরনো সিলেবাসের পার্ট ১ বা পার্ট ২-এর বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ফল বেরিয়েছে সাত মাস পরে।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ০১:৫৪
Share: Save:

স্নাতকোত্তর স্কলারশিপ ও গবেষকদের ফেলোশিপ সংক্রান্ত বিষয়গুলি থেকে সায়েন্স ফ্যাকাল্টির সচিব শুভপ্রসাদ নন্দী মজুমদারকে অব্যাহতি দিল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছিলেন উপাচার্য নিমাইচন্দ্র সাহা ও রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন। সেই বৈঠকেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। শুভপ্রসাদবাবুর অবশ্য দাবি, তিনি নিজেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ওই প্রস্তাব দিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ‘লাইফ লার্নিং’ বিভাগের সহকারী অধিকর্তা তথা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়র অরিন্দম চট্টোপাধ্যায়কে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অরিন্দমবাবু দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত শুভপ্রসাদবাবুকেই কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কর্মী-আধিকারিকদের একাংশের দাবি, ছাত্র সংসদের প্রাক্তন সম্পাদক তথা কম্পিউটার সায়েন্সের গবেষক আমিরুল ইসলাম (রামিজ)-র সঙ্গে গোলমালের জেরেই সায়েন্স ফ্যাকাল্টির সচিবের কাছ থেকে দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর সংস্কৃতের এক গবেষকের ফেলোশিপ অনলাইনে এন্ট্রি করা নিয়ে শুভপ্রসাদবাবুর সঙ্গে গোলমাল বাধে রামিজের। শুভপ্রসাদবাবু সোশ্যাল মিডিয়ায় বিষয়টি পোস্ট করে ওই ছাত্রনেতার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও বিষয়টি জানান। তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ করেন। পরে তাঁর মেয়ে শবনম সুরিতা মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি দিয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন করেন। বিষয়টির তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ-উপাচার্য মহুয়া সরকারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। তদন্ত রিপোর্ট জমা পড়ার আগে কর্মসমিতির বৈঠকে শুভপ্রসাদবাবুর আচরণ ও ব্যক্তিগত আক্রমণ নিয়ে প্রশ্ন তুলে স্মারকলিপি জমা দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।

মঙ্গলবারের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অভিষেক নন্দী বলেন, ‘‘এটা ভাল সিদ্ধান্ত। স্কলারশিপ বা ফেলোশিপ নিয়ে পড়ুয়া ও গবেষকরা বারবার সমস্যায় পড়তেন। আশা করি, এই সিদ্ধান্তের পর থেকে পড়ুয়ারা সমস্যার মুখে পড়বেন না।’’

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন, এমনটা মানতে নারাদ শুভপ্রসাদবাবু। তাঁর দাবি, ‘‘কম কর্মী নিয়ে ইউজিসি পোর্টালের দায়িত্ব আমার পক্ষে চালানো সম্ভব নয়। গত ১৪ নভেম্বর উপাচার্যকে আমিই বৈঠক ডাকতে বলেছিলাম। মঙ্গলবার সেই সভায় কাকে দায়িত্বভার দেওয়া উচিত সেই প্রস্তাব দিয়েছিলাম। সভা সেই প্রস্তাব গ্রহণও করেছে। আমি নিজেই ওই কাজ থেকে অব্যাহতি নিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Burdwan University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE