Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

‘রথ তো মাহেশের আর পুরীর’

হুগলির মাহেশ লাগোয়া জনসভায় এসে বিজেপিকে রথ নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শ্রীরামপুর স্টেডিয়ামে নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী।

বক্তা: শ্রীরামপুরে ভরা সভায় মুখ্যমন্ত্রী। ছবি: দীপঙ্কর দে

বক্তা: শ্রীরামপুরে ভরা সভায় মুখ্যমন্ত্রী। ছবি: দীপঙ্কর দে

গৌতম বন্দ্যোপাধ্যায়
শ্রীরামপুর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

হুগলির মাহেশ লাগোয়া জনসভায় এসে বিজেপিকে রথ নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শ্রীরামপুর স্টেডিয়ামে নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী। মাহেশের বিখ্যাত রথযাত্রার কথা তুলে ধরে এই সভা থেকেই বিজেপিকে উদ্দেশ্য করে এদিন তিনি বলেন, ‘‘রথ আবার তোমাদের কী? রথ তো আমরা জানি, শ্রীরামপুরের মাহেশের। পুরীর জগন্নাথ দেবের।’’
এর পাশাপাশি এদিন জনতার দরবারে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন মমতা। বলেন, ‘‘মাহেশকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। শ্রীরামপুরে একটি সুতোকল বন্ধ হয়ে গিয়েছিল। আমরা বহু কোটি টাকা খরচ করে সেই কারখানাকে নতুন করে তৈরি করেছি।’’ হুগলিতে বন্ধ জুটমিল নিয়ে যে শাসকদল উদ্বিগ্ন সে কথাও মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রিষড়ায় হেস্টিংস জুটমিল খুলে গিয়েছে। আমরা কখনও চাই না কেউ রুটিরুজি হারাক।’’
এ দিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে মমতা বলেন, ‘‘শ্রীরামপুরের জন্য কল্যাণ আপনাদের হয়ে লোকসভায় খুব চিৎকার করে। আমার সঙ্গে ঝগড়া করে কাজের জন্য।’’
এই রাজ্যে ভোটের মুখে তরুণদের চাকরি, জীবিকার সুযোগ নিয়ে নানা প্রশ্ন উঠছে। সেই দিকেই ইঙ্গিত করে তিনি যুব সমাজকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলেন, ‘‘সিভিকের ছেলেরা এখন ৮ হাজার টাকা বেতন পাচ্ছে। স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের টাকা বাড়ানো হয়েছে। একটা টোটো চালিয়েও গরিব মানুষ এই রাজ্যে জীবিকা নির্বাহ করছেন।’’ বিকল্প আয়ের উৎস হিসেবে মুখ্যমন্ত্রী টোটোর কথা বলেছেন
এ দিনের জনসভায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Mahesh Lok Sabha Election 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE