Advertisement
০৭ মে ২০২৪
BjP Club

ক্লাবের পাশে গেরুয়া শিবিরও

গত কয়েকবছর ধরে ক্লাবগুলিকে আর্থিক অনুদান-সহ নানা সহযোগিতা করে আসছে তৃণমূল। অনুদান প্রাপ্ত ক্লাবগুলিকে একসূত্রে বাঁধতে ক্লাব সমন্বয় কমিটি গঠনও করা হয়েছে। শাসকদলের পদাধিকারীদের রেখেই মঞ্চের কমিটি করা হয়েছে।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা
গড়বেতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৫
Share: Save:

ক্লাব দখলের রাজনীতিতে কি নেমে পড়ল গেরুয়া শিবির! গড়বেতায় এক কর্মসূচি তেমনই ইঙ্গিত দিচ্ছে। দলবদলের একটি অনুষ্ঠানে গড়বেতা ১ ব্লক এলাকার ৪টি ক্লাবকে ডেকে ক্লাব সদস্যদের হাতে ফুটবল তুলে দেন বিজেপির জেলা নেতৃত্ব। সেই মঞ্চে বিজেপি নেতারা ঘোষণা করেন, এ বার থেকে গ্রামাঞ্চলের ক্লাবদেরও পাশে থাকবেন তাঁরা। জানা গিয়েছে, যে ক্লাবগুলিকে বিজেপির পক্ষ থেকে খেলার সরঞ্জাম দেওয়া হয়েছে, তার মধ্যে একটি রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত ক্লাব। গড়বেতার রাউলিয়ার ডাকবাংলো মুক্তমঞ্চে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। উদ্যোক্তা দলের গড়বেতা পশ্চিম মণ্ডলের এস সি মোর্চা। বিজেপির দাবি, সেই অনুষ্ঠানে তৃণমূল ও সিপিএম ছেড়ে শতাধিক কর্মী তাদের দলে যোগ দেন। দলত্যাগীদের হাতে পদ্ম-পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি শমিত দাস-সহ জেলা ও মণ্ডল নেতৃত্ব। জানা গিয়েছে, দলবদল পর্বের পরেই ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে ডাকা হয়। ঝাড়বনি, তালড্যাংরা, মেটাবাড়ি ও সাহেবডাঙার ৪টি ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই ক্লাবগুলির প্রতিনিধিদের হাতে একটি করে ফুটবল তুলে দিয়ে বিজেপি নেতৃত্ব আরও কিছু খেলার সরঞ্জাম দেওয়ার আশ্বাস দেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, পুজোর আগেই গড়বেতা এলাকায় আরও ১০-১২টি ক্লাবকে ফুটবল, ভলিবল ও ক্রিকেট খেলার সরঞ্জাম দেওয়ার তোড়জোড় চলছে।

গত কয়েকবছর ধরে ক্লাবগুলিকে আর্থিক অনুদান-সহ নানা সহযোগিতা করে আসছে তৃণমূল। অনুদান প্রাপ্ত ক্লাবগুলিকে একসূত্রে বাঁধতে ক্লাব সমন্বয় কমিটি গঠনও করা হয়েছে। শাসকদলের পদাধিকারীদের রেখেই মঞ্চের কমিটি করা হয়েছে। ক্লাবগুলিকে ব্যবহারে শাসকদলের এটা কৌশল বলেই মত বিরোধীদের। গড়বেতাতেও কয়েকমাস আগে তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তীর উদ্যোগে গড়ে উঠেছে ক্লাব সমন্বয় মঞ্চ। লক্ষ্যণীয় ভাবে, বিজেপির কর্মসূচির পরের দিন শুক্রবার গড়বেতা স্টেডিয়ামে ক্লাব সমন্বয় মঞ্চের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন বিধায়ক। সেখানে ক্লাব গুলির মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ। জেলার রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিধানসভা ভোট যত এগিয়ে আসবে, ক্লাবগুলিকে নিয়ে টানাটানি তত বাড়বে।গড়বেতার ওই অনুষ্ঠানে ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি মদন রুইদাস। তিনি বলেন, ‘‘শুধু এই ৪টি ক্লাবই নয়, গড়বেতা-সহ জেলার বহু ক্লাব আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের সর্বোতভাবে সাহায্য করার চেষ্টা করছি।’’ গড়বেতার তৃণমূল বিধায়ক তথা ক্লাব সমন্বয় মঞ্চের চেয়ারম্যান আশিস চক্রবর্তীর ব্যাখ্যা, ‘‘খেলার টুকটাক সামগ্রী দিলেই কোনও ক্লাব কোনও দলের হয়ে যায় না। ক্লাবের মানোন্নয়নে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ভেবেছেন। তাদের পাশে রাজ্য সরকার আছে, আগামী দিনেও থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Club
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE