Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মহিলা সঙ্ঘের সম্মেলন

মহিলাদের উপর নির্যাতন বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলে রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনায় সরব হল আরএসপি’র মহিলা সংগঠন নিখিলবঙ্গ মহিলা সঙ্ঘ। তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে রবিবার সংগঠনের ষষ্ঠ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হয়।

মহিলা সঙ্ঘের সম্মেলন, তমলুকে

মহিলা সঙ্ঘের সম্মেলন, তমলুকে

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:৫৭
Share: Save:

মহিলাদের উপর নির্যাতন বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলে রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনায় সরব হল আরএসপি’র মহিলা সংগঠন নিখিলবঙ্গ মহিলা সঙ্ঘ। তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে রবিবার সংগঠনের ষষ্ঠ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হয়। সম্মেলনের উদ্বোধন করেন আরএসপি’র পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক অমৃত মাইতি। সঙ্ঘের রাজ্য সভানেত্রী সুচেতা বিশ্বাস বলেন, ‘‘তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে গত চার বছরে রাজ্য জুড়ে নারীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। নারীদের উপর নির্যাতনে জড়িত অপরাধীদের ধরতে পুলিশ-প্রশাসন সদর্থক ব্যবস্থা না নেওয়ায় দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠেছে।’’ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক শ্যামলিমা সরকার ও সর্বাণী ভট্টাচার্য। সম্মেলনে প্রায় ২০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ দিন সম্মেলনে সংগঠনের জেলা সম্পাদক পদে অঞ্জলি ভঞ্জ ও সভাপতি পদে সবিতা প্রামাণিক পুনর্নির্বাচিত হন ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nikhil Banga Mahila Sangha Seminar RSP trinamool
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE