Advertisement
০৮ মে ২০২৪

রাজবাড়ির পাশেই পর্যটন দফতরের ‘ট্যুরিস্ট কমপ্লেক্স’

রাজ্য সরকারের পর্যটন দফতরের সহায়তায় ঝাড়গ্রামের রাজবাড়ি লাগোয়া ‘ট্যুরিস্ট কমপ্লেক্স’ বর্তমানে পর্যটকদের কাছে চেনা ঠিকানা। ঠিক একই রকম ধাঁচের ‘টুরিস্ট কমপ্লেক্স’ তৈরি হবে পুর্ব মেদিনীপুরেও।

মহিষাদল রাজবাড়ি। নিজস্ব চিত্র

মহিষাদল রাজবাড়ি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মহিষাদল শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

রাজ্য সরকারের পর্যটন দফতরের সহায়তায় ঝাড়গ্রামের রাজবাড়ি লাগোয়া ‘ট্যুরিস্ট কমপ্লেক্স’ বর্তমানে পর্যটকদের কাছে চেনা ঠিকানা। ঠিক একই রকম ধাঁচের ‘টুরিস্ট কমপ্লেক্স’ তৈরি হবে পুর্ব মেদিনীপুরেও। মহিষাদলের ঐতিহ্যবাহী রাজবাড়ির পাশেই গড়ে উঠতে চলেছে এ রকম ‘ট্যুরিস্ট কমপ্লেক্স’। সেখানে থাকার ব্যবস্থা, বিনোদন— সব কিছু পরিকাঠামো গড়তে চায় রাজ্য সরকার। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে এ নিয়ে কাজ শুরু করার জন্য পর্যটন দফতর নির্দেশ দিয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

ব্লক প্রশাসন সূত্রের খবর, মহিষাদলে রাজবাড়ি সংলগ্ন ‘ট্যুরিস্ট কমপ্লেক্স’ বানানোর প্রাথমিক কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। রাজবাড়ি এলাকায় জমি জরিপেরও কাজ হয়েছে। ব্লক ভূমি দফতর সূত্রের খবর, ওই কমপ্লেক্স বানাতে ৬২ একর জমি চেয়েছিল পর্যটন দফতর। সেই মত প্রয়োজনীয় জমির সীমা চিহ্নিত করা হয়েছে। ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘চিহ্নিত হওয়া জমি পর্যটন দফতরের হাতে হস্তান্তর করা হবে। তারপর কমপ্লেক্সের কাজ শুরু হবে।’’

ঝাড়গ্রামের ট্যুরিস্ট কমপ্লেক্সের আদলেই মহিষাদলের রাজবাড়ির পাশের ট্যুরিস্ট কমপ্লেক্স সাজানো হবে বলে খবর। এ জন্য মহিষাদলের রাজ পরিবারের সঙ্গে ‘মউ’ স্বাক্ষর হওয়ার পর চূড়ান্ত কাজ শুরু হবে বলে দাবি জেলা প্রশাসনের। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রশাসনের উদ্যোগে রাজবাড়ির দিঘিতে বোটিং শুরু হয়েছে। কমপ্লেক্স তৈরি সময় বানানো হবে বিনোদনমূলক পার্ক এবং রিসর্ট। তবে পুরোটাই হবে রাজবাড়ির বাইরে।

এ ব্যাপারে মহিষাদল রাজ পরিবারের সদস্য শৌর্যপ্রসাদ গর্গ বলেন, ‘‘ট্যুরিস্ট কমপ্লেক্স বানানোর কাজ এগিয়ে গিয়েছে বলে জানি। রাজবাড়ির ‘স্টে উইথ রয়্যালসে’র পাশাপাশি পর্যটন দফতরের কমপ্লেক্স তৈরি হলে প্রভুত উন্নতি হবে। এলাকায় পর্যটন আরও জনপ্রিয় হবে।’’ মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তিলক চক্রবর্তী বলেন, ‘‘রাজবাড়ির পাশে ট্যুরিস্ট কমপ্লেক্স হলে পর্যটনের মাধ্যমে মহিষাদলের বিকাশ হবে।’’

ট্যুরিস্ট কমপ্লেক্স প্রসঙ্গে মহিষাদলের বিডিও জয়ন্তকুমার দে বলেন, ‘‘জমি জরিপের কাজ মিটেছে। কমপ্লেক্সে ঘিরে পর্যটন দফতর মৌখিক ভাবে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছে। তবে সেগুলির সব ক’টি এখনও চূড়ান্ত হয়নি।’’ পর্যটনমন্ত্রী গৌতম দেবের কথায়, ‘‘মহিষাদলে পর্যটন কমপ্লেক্স গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ব্যাপারে এইচডিএ-ও সাহায্য করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Palace Tourist Complex Tourist Department
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE