Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মোটরবাইকের, মৃত্যু বালিকার

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বালিকার। মৃতের নাম কাশ্মিরা খাতুন (১৩)। বৃহস্পতিবার সকালে তমলুক-পাঁশকুড়া সড়কে পাঁশকুড়া থানার পুরুষোত্তমপুর এলাকার বেড়াবেড়িয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মৃতের বাড়ি বাড়ি হলদিয়ার ভবানীপুর থানার কুমারপুর গ্রামে। দুর্ঘটনায় জখম হন কাশ্মিরার বাবা আব্দুল কাদের ও আত্মীয় শেখ ফজলু। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে কাশ্মীরা খাতুনের মৃত্যু হয়।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০১:০০
Share: Save:

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বালিকার। মৃতের নাম কাশ্মিরা খাতুন (১৩)। বৃহস্পতিবার সকালে তমলুক-পাঁশকুড়া সড়কে পাঁশকুড়া থানার পুরুষোত্তমপুর এলাকার বেড়াবেড়িয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মৃতের বাড়ি বাড়ি হলদিয়ার ভবানীপুর থানার কুমারপুর গ্রামে। দুর্ঘটনায় জখম হন কাশ্মিরার বাবা আব্দুল কাদের ও আত্মীয় শেখ ফজলু। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে কাশ্মীরা খাতুনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে আব্দুল মেয়ে কাশ্মিরা ও তাঁদের এক আত্মীয় হলদিয়ার ব্রজলালচকের বাসিন্দা শেখ ফজলুকে নিয়ে একটি মোটরবাইকে করে হলদিয়া থেকে পাঁশকুড়ার প্রতাপপুর দরবার শরিফে যাচ্ছিলেন। মোটরবাইকে চালক শেখ ফজলুর পিছনের আসনে বসেছিল কাশ্মিরা ও আব্দুল। তমলুক-পাঁশকুড়া সড়ক ধরে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টা নাগাদ পুরুষোত্তমপুরের বেড়াবেড়িয়া গ্রামের কাছে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। পরে রাস্তার পাশের একটি দোকানঘরের দেওয়ালেও ধাক্কা মারে বাইকটি। ঘটনায় তিন মোটরবাইক আরোহীই জখম হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের তিন জনকেই কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। কলকাতায় নিয়ে যাওয়ার পথে কাশ্মিরার মৃত্যু হয়। বাকি দু’জনকে কলকাতার মৌলালি এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য দিকে, এ দিন দুপুর আড়াইটে নাগাদ হলদিয়ার ভবানীপুর থানার সিটি সেন্টারের কাছে এইচপিএল লিঙ্ক রোডে একই দিকে যাওয়া দু’টি মোটরবাইকের মধ্যে ধাক্কা লাগে। ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক দু’টি উল্টে গেলে ৬ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE