Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বেল়ডাঙায় উৎসব

রবিবারও ইদের উৎসবে মেতেছে বেলডাঙা। শহরের কয়েকটি জায়গায় বসেছে দোকানের পশরা। বসেছে মেলা। শহরের মধ্যে দু’টি প্রেক্ষাগৃহে শনিবার ও রবিবার ভীড় ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানও হয়েছে রমরমিয়ে।

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০১:৪০
Share: Save:

রবিবারও ইদের উৎসবে মেতেছে বেলডাঙা। শহরের কয়েকটি জায়গায় বসেছে দোকানের পশরা। বসেছে মেলা। শহরের মধ্যে দু’টি প্রেক্ষাগৃহে শনিবার ও রবিবার ভীড় ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানও হয়েছে রমরমিয়ে। বেলডাঙা শরৎপল্লি মাঠ লাগোয়া বেশ কিছু দোকান ইদের পসরা নিয়ে বসেছে। এ ছাড়া হাটপাড়া ও মাঝপাড়ায় নানা ক্রীড়া প্রতিযোগিতা হয়। বেলডাঙা উত্তরপাড়ায় নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার সঙ্গে মঞ্চ বেঁধে দৌড়-সহ নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও করা হয়। বেলডাঙা ফুলবাসতলায় বেলডাঙা-আমতলা রাজ্য সড়কের বাম পাশে বসেছে মেলা। মেলাকে ঘিরে বসেছে নানা রকম খেলনার দোকান। তাকে কেন্দ্র করে ভিড় জমান নানা বয়সের মানুষ। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাটে প্রচুর মানুষ নামেন। এছাড়া শহরের বাইরে রবিবারও ইদের উৎসবে মেতেছে বেলডাঙা। শহরের কয়েকটি জায়গায় বসেছে দোকানের পশরা। বসেছে মেলা। শহরের মধ্যে দু’টি প্রেক্ষাগৃহে শনিবার ও রবিবার ভীড় ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানও হয়েছে রমরমিয়ে। বেলডাঙা শরৎপল্লি মাঠ লাগোয়া বেশ কিছু দোকান ইদের পসরা নিয়ে বসেছে। এ ছাড়া হাটপাড়া ও মাঝপাড়ায় নানা ক্রীড়া প্রতিযোগিতা হয়। বেলডাঙা উত্তরপাড়ায় নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার সঙ্গে মঞ্চ বেঁধে দৌড়-সহ নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও করা হয়। বেলডাঙা ফুলবাসতলায় বেলডাঙা-আমতলা রাজ্য সড়কের বাম পাশে বসেছে মেলা। মেলাকে ঘিরে বসেছে নানা রকম খেলনার দোকান। তাকে কেন্দ্র করে ভিড় জমান নানা বয়সের মানুষ। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাটে প্রচুর মানুষ নামেন। এছাড়া শহরের বাইরে দেবকুণ্ডু, মির্জাপুর, কাপাসডাঙা, কাজিসাহা এলাকায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইদের উৎসব পালিত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beldanga rath yatra eid kapasdanga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE