Advertisement
২৬ এপ্রিল ২০২৪
লেন ভেঙে ধাক্কা ট্রাকের

বাগডোগরায় জখম মিনিবাসের ১১ যাত্রী

লেন ভেঙে উল্টোমুখে ঢুকে পড়া ট্রাকের ধাক্কায় জখম হয়েছেন মিনিবাসের ১১ জন যাত্রী।বুধবার সকালে বাগডোগরা লাগোয়া গোসাইপুরে একটি মিনিবাসকে ধাক্কা মারে উল্টো লেনে ঢুকে পড়া একটি বড় ট্রাক। ট্রাকের ধাক্কায় মিনিবাসের সামনের দিক দুমড়ে গিয়েছে, দুর্ঘটনার পরে বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়।

ট্রাকের ধাক্কায় দুমড়ে যাওয়া মিনিবাস। — নিজস্ব চিত্র

ট্রাকের ধাক্কায় দুমড়ে যাওয়া মিনিবাস। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০১:৫২
Share: Save:

লেন ভেঙে উল্টোমুখে ঢুকে পড়া ট্রাকের ধাক্কায় জখম হয়েছেন মিনিবাসের ১১ জন যাত্রী।

বুধবার সকালে বাগডোগরা লাগোয়া গোসাইপুরে একটি মিনিবাসকে ধাক্কা মারে উল্টো লেনে ঢুকে পড়া একটি বড় ট্রাক। ট্রাকের ধাক্কায় মিনিবাসের সামনের দিক দুমড়ে গিয়েছে, দুর্ঘটনার পরে বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। নেপাল সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত যাওয়া চার লেনের এশিয়ান মহাসড়ক তৈরির কাজ চলছে বাগডোগরা থেকে শিলিগুড়ি যাওয়ার জাতীয় সড়কের বড় অংশে। রাস্তার দু’দিক খুঁড়ে দেওয়া হয়েছে। ট্রাকের ধাক্কায় বাসটি পাশে খাদে পড়ে গেলে কী হত তা ভেবেই শিউরে উঠেছেন বাসিন্দারা।

বাসিন্দাদের দাবি, বরাতজোরে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সেই সঙ্গে ক্ষোভ দানা বেঁধেছে পুলিশের ভূমিকা নিয়েও। বাসিন্দাদের অভিযোগ, ট্রাকটি লেন ভেঙে উল্টোমুখে ঢুকে অন্তত এক কিলোমিটার এগিয়েছে। পুলিশের নজরদারি এড়িয়ে কী ভাবে এটি সম্ভব হল সেই প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। দুর্ঘটনার পরে বাসিন্দারা রাস্তা আটকে বেশ কিছুক্ষণ ক্ষোভও দেখিয়েছেন।

মহাসড়ক তৈরির কাজ শুরু হওয়ার পর থেকেই শিলিগুড়ি থেকে বাগডোগরার রাস্তায় যানজট নিত্যসঙ্গী। বিমানবন্দরে যাওয়ার রাস্তায় যানজটে এড়াতে একাধিকবার পুলিশ মোতায়েন করার দাবি তুলেছিলেন বাসিন্দারা। তারপরে পুলিশ মোতায়েন হলেও ট্র্যাফিক নিয়ে কোনও নজরদারি হয় না বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ, এ দিন সকাল দশটা নাগাদ গোসাইহাট সেতু লাগোয়া এলাকায় বাগডোগরা থেকে শিলিগুড়িগামী মিনিবাসটিকে ধাক্কা মারে উল্টোমুখে ঢুকে পড়া ট্রাক। দুর্ঘটনার পরেই ট্রাকের চালক পালিয়ে গিয়েছে বলে পুলিশ দাবি করেছে। বাসিন্দাদের অভিযোগ, শিবমন্দির পার হওয়ার পরেই বাগডোগরাগামী ট্রাকটি লেন ভেঙে উল্টোরাস্তায় ঢুকে পড়ে। পথে কয়েকজন ট্র্যাফিক পুলিশ মোতায়েন থাকলেও ট্রাকটিকে আটকানো হয়নি বলে অভিযোগ। পথে একটি বাইক চালককেও ধাক্কা মারে ট্রাকটি। শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা বলেন, ‘‘কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। তবে কোথাও কোনও গাফিলতি রয়েছে কিনা দেখা হবে। যাঁরা গাড়ি চালাচ্ছেন তাঁদেরও সচেতন হতে হবে।’’

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়ে গিয়েছে। বাসের সামনের অংশ কেটে চালককে উদ্ধার করা হয়েছে। চালকের পায়ের আঘাত গুরুতর। বাসের সামনের কেবিনে বসে থাকা যাত্রীদের কারও হাত-পা ভেঙেছে, কারও মাথা ফেটেছে। দুর্ঘটনার পরে প্রায় ত্রিশ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। তারমধ্যে ১১ জনকে ভর্তি করানো হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি বাস চালক পল্লব সরকারের প্রশ্ন, ‘‘ট্রাকটি কী ভাবে উল্টোপথে ঢুকে পড়ল তাই বুঝতে পারছি না। লেন ভাঙলেও পুলিশের নজরে পড়ল না?’’

বাসের সামনের দিকে বসে ছিলেন হলদিবাড়ির বাসিন্দা কল্পনা রায়। বাগডোগরায় মেয়ের শ্বশুরবাড়িতে এসেছিলেন তিনি। কল্পনা দেবীর হাতে-পায়ের হাড় ভেঙেছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে কাঁচের গুড়ো ঢুকে গিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গোসাইহাট এলাকার বাতলাবাড়ির বাসিন্দা সিমলে সিংহ শাক বিক্রি করার জন্য শিলিগুড়ি যাচ্ছিলেন বাসে। তার এক পা ভেঙেছে, মাথা ফেটেছে। তিনি অভিযোগ করে বলেন, ‘‘পরিষ্কার দেখলাম একটা ট্রাক ঝড়ের গতিতে এসে আমাদের বাসটিকে ধাক্কা মারল। এই রাস্তায় এত ভিড় হয়। পুলিশ কড়া হলেই দুর্ঘটনা রোখা যেত।’’

পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানও। লোয়ার বাগডোগরার প্রধান বিভা বিশ্বকর্মার অভিযোগ, ‘‘মহাসড়কের কাজ করার জন্য রাস্তার দু’পাশে খোঁড়া হয়েছে। পুলিশকে বারবার ট্র্যাফিক নিয়ন্ত্রণে কড়া হতে অনুরোধ করা হয়েছে। তারপরেও এমন ঘটনা ঘটল এটাই দুর্ভাগ্যের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bagdogra Accident Passenger Injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE