Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দশের কয়েন নিয়ে শুরু তদন্ত

দশ টাকার কয়েন নিয়ে তদন্ত শুরু করল জলপাইগুড়ি জেলা পুলিশ৷ জেলায় আদৌ জাল দশ টাকার কয়েন বিনিময় হচ্ছে কিনা তদন্তে সেটাই দেখা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ভোলানাথ পান্ডে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ০১:১৯
Share: Save:

দশ টাকার কয়েন নিয়ে তদন্ত শুরু করল জলপাইগুড়ি জেলা পুলিশ৷

জেলায় আদৌ জাল দশ টাকার কয়েন বিনিময় হচ্ছে কিনা তদন্তে সেটাই দেখা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ভোলানাথ পান্ডে৷

দশ টাকার কয়েন নিয়ে বেশ কিছু দিন ধরেই সমস্যা চলছে জলপাইগুড়িতে৷ অভিযোগ, নকল ধরে নিয়ে বাজারে অনেকেই আসল দশ টাকার কয়েন নিতে না চাওয়ায় প্রতিদিনই ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে প্রচুর মানুষকে৷ যার জেরে পুরনো নোট বদলের শুরুতে স্টেট ব্যাঙ্কের জলপাইগুড়ি মেন শাখায় দুই-একটি কাউন্টার থেকে দশ টাকার কয়েন দেওয়া হলেও, কেউ নিতে না চাওয়ায় তা বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ৷

এমনকী দশ টাকার কয়েন নিতে চাওয়ায় বুধবার একটি রান্নার গ্যাসের দোকানের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেন শহরের এক বাসিন্দা৷ তার পরই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসনের কর্তারা৷

অতিরিক্ত পুলিশ সুপার এদিন জানান, “এ বিষয়ে আমরাও কিছু কিছু অভিযোগের কথা শুনেছি৷ সে জন্যই এই তদন্ত৷ জেলায় জাল দশ টাকার কয়েন আদৌ বিনিময় চলছে কিনা তদন্ত করে সেটাই দেখা হবে৷ আশা করি খুব দ্রুত এই তদন্ত শেষ করা যাবে৷” আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে দশ টাকার কয়েন নিয়ে কোন গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE