Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কৃষি আধিকারিককে ‘মারধর’

শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের চেক বিলির কাজে দুর্নীতির অভিযোগ তুলে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক কৃষি অধিকর্তা তথা রায়গঞ্জ মহকুমা কৃষি আধিকারিক (বিষয়বস্তু) শ্রীকান্ত সিংহকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় হেমতাবাদ ব্লক কৃষি দফতরে ওই ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
হেমতাবাদ শেষ আপডেট: ১৪ মে ২০১৫ ০২:৩০
Share: Save:

শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের চেক বিলির কাজে দুর্নীতির অভিযোগ তুলে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক কৃষি অধিকর্তা তথা রায়গঞ্জ মহকুমা কৃষি আধিকারিক (বিষয়বস্তু) শ্রীকান্ত সিংহকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় হেমতাবাদ ব্লক কৃষি দফতরে ওই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। ঘটনার পর শ্রীকান্তবাবুকে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে রেফার করেন। রায়গঞ্জ জেলা হাসপাতালে যাওয়ার আগে শ্রীকান্তবাবু হেমতাবাদ থানায় গেলেও তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাননি। এদিন রাত সাড়ে ৯টা নাগাদ তিনি নিজেই রায়গঞ্জ জেলা হাসপাতালে গিয়ে ভর্তি হন। তিনি বলেন, থানায় অভিযোগ জানাতে গেলেও পরবর্তীতে নিরাপত্তার অভাববোধ করে অভিযোগ জানানোর সাহস পাইনি। জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা বলেন, ‘‘শ্রীকান্তবাবু পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

প্রশাসনিক সূত্রের খবর, গত এক মাসে হেমতাবাদের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পর পর তিনবার শিলাবৃষ্টি ও ঝড়ে ভুট্টাচাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিন ব্লকের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ ২০০ জন চাষিকে প্রায় ১২ লক্ষ টাকার চেক বিলি করার কথা ছিল শ্রীকান্তবাবুর।

বিকাল ৫টা নাগাদ তিনি ১০ জন চাষির হাতে চেক তুলে দিতেই গোলমাল শুরু হয়। তিনি বলেন, ‘‘তদন্ত করে ক্ষতিগ্রস্ত চাষিদের চিহ্নিত করেই তাঁদের এদিন চেক বিলি করছিলাম। আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আমাকে বেধড়ক লাথি, ঘুষি ও চড় মেরে অফিস থেকে বার করে দেয়।’’ তাঁর দাবি, ‘‘হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি মৃত্যুঞ্জয় দত্তের উপস্থিতিতে আমাকে মারধর করা হয়।’’ তাঁর বুক, পেট ও পিঠ-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত। তাঁর দাবি, ‘‘তাই দুর্নীতি আড়াল করতেই বর্তমানে তিনি নাটক করছেন।’’ তিনি বলেন, ‘‘ক্ষতিপূরণের তালিকায় নাম না থাকা এক ক্ষতিগ্রস্ত মহিলা চাষি এদিন চেক না পেয়ে প্রতিবাদ করায় শ্রীকান্তবাবু তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। দলের তরফে শ্রীকান্তবাবুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হচ্ছে।’’ শ্রীকান্তবাবুর পাল্টা জানান, কোনও দুর্নীতি প্রমাণিত হলে তিনি চাকরি ছেড়ে দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE