Advertisement
০৫ মে ২০২৪
Coronavirus

জনপ্রিয় গানের সুরে প্রচারে পুলিশ

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, লক-ডাউনে সব থেকে বেশি জমায়েত হচ্ছে রেশন দোকানের সামনে। সেখানেই কিছুটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

সিউড়ির রাস্তায় গান গাইছে পুলিশ। নিজস্ব চিত্র

সিউড়ির রাস্তায় গান গাইছে পুলিশ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ০৩:২৯
Share: Save:

‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’— কিশোরকুমার-খ্যাত এই গানের অনুকরণে করোনাভাইরাসের সচেতনতায় গান বাঁধল জেলা পুলিশ। সেই গানের মাধ্যমে সিউড়ি শহরে মানুষকে সচেতন করলেন জেলা পুলিশের আধিকারিকরা।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, লক-ডাউনে সব থেকে বেশি জমায়েত হচ্ছে রেশন দোকানের সামনে। সেখানেই কিছুটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে সকল মানুষই রেশনের দোকান থেকে খাদ্য সামগ্রী তুলতে চাইছেন। ফলে সমস্যা হচ্ছে। তাই মানুষকে সচেতন করার জন্য এবং মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ওই গানটি বাঁধা হয়েছে।

গানটিকে এসআই স্বর্গজিৎ বসু এবং সিআই সিউড়ি অভিজিৎ চট্টোপাধ্যায় সিউড়ি থানা এলাকার বিভিন্ন জায়গায় ওই গান গেয়ে মানুষকে সচেতন করছেন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দিনভর সিউড়ির লালকুঠিপাড়া, বড়বাগান সহ একাধিক জায়গায় যায় এবং ওই গান গায়। একই রকম বৃহস্পতিবারও শহরের বিভিন্ন জায়গায় গান গেয়ে মানুষকে সচেতন করা হয়। তবে মূলত, রেশন দোকানগুলির সামনেই পুলিশ এই প্রচার চালাচ্ছে।

সামাজিক দূরত্ব বজায় রাখার সঙ্গে সঙ্গে কোথাও কোনও মানুষের মাস্ক না-থাকলে পুলিশের পক্ষ থেকে সেই মাস্কও দেওয়া হচ্ছে। এই নিয়ে ডিএসপি (ডিঅ্যান্ডটি) অভিষেক মণ্ডল বলেন, ‘‘গানের মাধ্যমে এই প্রচারে ইতিবাচক সাড়া মিলেছে।’’

অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE