Advertisement
E-Paper

লন্ডন ডায়েরি

লাইব্রেরির খুব কাছেই কিংস ক্রস স্টেশন, যার বিখ্যাত ৯ ৩/৪ নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে হগওয়ার্টস এক্সপ্রেস। সেখানে একটা ট্রলি এমন ভাবে রাখা, দেখে মনে হবে যেন তার আধখানা ঢুকে আছে জাদু-দেওয়ালের মধ্যে।

শ্রাবণী বসু

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ০৬:০০

হ্যারির দুনিয়া, ডাইনি আর চিনে ড্রাগন

হ্যালোউইন আসার আগেই ব্রিটিশ লাইব্রেরিতে হাজির জাদু, মন্ত্রতন্ত্র! স্কুলে এখন ছুটি, আর অক্টোবর মাসটাই তো ভূতটুতের। ব্রিটিশ লাইব্রেরি খুলে দিয়েছে জে কে রোওলিং-এর জাদু-দুনিয়ার দরজা। ‘হ্যারি পটার: আ হিস্ট্রি অব ম্যাজিক’ প্রদর্শনী চলছে সেখানে। এর মধ্যেই ৩০ হাজার টিকিট বিক্রি শেষ। স্থানমাহাত্ম্যের ব্যাপারও আছে বইকি। লাইব্রেরির খুব কাছেই কিংস ক্রস স্টেশন, যার বিখ্যাত ৯ ৩/৪ নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে হগওয়ার্টস এক্সপ্রেস। সেখানে একটা ট্রলি এমন ভাবে রাখা, দেখে মনে হবে যেন তার আধখানা ঢুকে আছে জাদু-দেওয়ালের মধ্যে। প্রদর্শনীতে দেখা যাবে বিশ্বের আজব সব বই, পাণ্ডুলিপি, জিনিসপত্র, বহু বইয়ের গোড়ার দিকের খসড়া, জিম কে-র আঁকা আসল অলংকরণ। রোওলিং-এর নিজের আঁকা প্রফেসর স্প্রাউট-এর সাদা-কালো স্কেচও আছে; প্রকাশকদের সুবিধার জন্য হগওয়ার্টসের ম্যাপ এঁকে দিয়েছিলেন, আছে তা-ও। হগওয়ার্টসে যা যা পড়ানো হত— হার্বোলজি, পোশন্‌স, চার্মস— সেই ভাবেই সাজানো হয়েছে প্রদর্শনীর এক-একটা অংশ।

শুধু হ্যারি পটারের জগৎই নয়। ব্রিটিশ লাইব্রেরির সংগ্রহে থাকা দুর্দান্ত সব প্রাচীন বই, ছবি, স্কেচও দেখানো হচ্ছে প্রদর্শনীতে। উনিশ ফুট লম্বা কাগজে আঁকা ষোড়শ শতকের ‘রিপলি স্ক্রোল’-এর গায়ে পরশপাথর তৈরির পদ্ধতি লেখা, দেখে চোখ ছানাবড়া হবেই। টেমস থেকে উদ্ধার করা খ্রিস্টপূর্ব ৮০০ অব্দের এক বিরাট পাত্র আছে, যাতে খুব সম্ভবত জাদু-পাঁচন তৈরি হত। ১৪৯০-এ আঁকা ছবিতে দুই ডাইনি ফুটন্ত কড়াইয়ে ছুড়ে দিচ্ছে জ্যান্ত সাপ আর ব্যাং। চিনের ড্রাগন আর ভবিষ্যৎ-বলা হাড়ের টুকরো, ফিনিক্স, হিপোগ্রিফ— কী নেই!

পথ দেখাতে পারত

ব্যারনেস শমী চক্রবর্তীর লেখা দ্বিতীয় বইটি প্রকাশের অপেক্ষায়। মানবাধিকার গোষ্ঠী ‘লিবার্টি’-র প্রাক্তন প্রধান শমী গত বছর লেবার পার্টিতে যোগ দেওয়া তাঁর অনেক ভক্তের পছন্দ হয়নি। শমীর বই ‘অব উইমেন: ইন দ্য টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি’-র বিষয় বিশ্বব্যাপী লিঙ্গ-অসাম্য। প্রকাশকের মতে, আমাদের সমস্যাগুলো কোথায়, কী ভাবেই বা সামনে পথ চলা উচিত, শমীর বইয়ে সেই দিকনির্দেশ আছে। গার্ডিয়ান সংবাদপত্র আবার বলছে, বইটা পড়ে মনে হচ্ছে, তাড়াহুড়োয় লেখা। সদ্য ঘটে যাওয়া নানা ঘটনা ঠাঁই পেয়েছে— গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি, বিবিসি-তে বেতন-অসাম্য, মার্গারেট অ্যাটউড-এর ‘দ্য হ্যান্ডমেড’স টেল’-এর টিভি-রূপান্তরও। নারীদের নানা বিষয় নিয়ে যখন জোরদার চর্চা চলছে, খবরের শিরোনামে উঠে আসছে লিঙ্গবৈষম্য, যৌন হেনস্তার মতো ব্যাপার, তখন শমীর বইটি উসকানিতে ভরা— উঠছে এমন অভিযোগ। শমী কখনও লিখেছেন মেয়েদের জন্য সংরক্ষণের কথা, আবার কখনও শিশুদের পোশাকে লিঙ্গনিরপেক্ষতা দাবি করছেন। সমালোচকদের রায়: আরও একটু রাগ (এবং পথ) দেখাতে পারত এই বই!

উৎসবে নতুন জুতো

সৃষ্টি: সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি বুট

ফ্যাশনের আন্তর্জাতিক দুনিয়ায় বাঙালির বাজিমাত অব্যাহত। ক্রিস্টিয়ান লোবোতেঁ-র সঙ্গে জুটি বেঁধেছেন সব্যসাচী মুখোপাধ্যায়, তৈরি করছেন ভারী এমব্রয়ডারি-কারুকাজ করা জুতো ও ব্যাগ। অ্যাকোয়া মেরিন, পিকক ব্লু, গোলাপিরঙা বুটের গায়ে সোনালি জরির কাজ, বলিউডি কেতার সঙ্গে প্যারিসের রাস্তার গাঁটছড়া। সীমিত সংস্করণের এই ‘কালেকশন’-এ তৈরি হবে মাত্র ৩৮৭ জোড়া জুতো, প্রতিটাই রঙে-রূপে স্বতন্ত্র। দাম ৮৯৫ পাউন্ড। খুব সস্তা বলা চলে না!

সমানে চলিতেছে

লন্ডন জুড়ে খোঁড়াখুঁড়ি, চলছে ক্রসরেল প্রকল্পে ৭৩ মাইল নতুন টানেল আর মাটির তলার স্টেশন তৈরির কাজ। মাটির নীচ থেকে উঠে আসছে ৪৫০ বছর পুরনো দেহাবশেষ। লিভারপুল স্ট্রিট স্টেশনের কাছে এক জায়গায় পাওয়া গেছে ৩০০০ কঙ্কাল। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এঁরা ছিলেন গ্রাম থেকে শহরে আসা মানুষ। মিউজিয়ম অব লন্ডন আর্কিয়োলজির মতে, এঁদের অধিকাংশই ছিলেন অল্পবয়সি, ১৫৬৯-১৭৩৯ সময়কালের মধ্যে লন্ডন এসেছিলেন কাজের খোঁজে। অস্বাস্থ্যকর পরিবেশ, শহুরে দূষণ, নোংরা জল, যক্ষ্মা-সিফিলিস-প্লেগ ওঁদের প্রাণ কেড়ে নেয়। গ্রাম থেকে শহরে পরিযানের কুফল বহতা আজও!

London Diaries Harry Potter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy