আমেরিকার টাঁকশালে বন্ধ হয়ে যাচ্ছে ‘পেনি’ উৎপাদন। ২৩০ বছরেরও দীর্ঘ এক যাত্রা শেষ হল। সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টায়, মুছে যায় কত কিছু, আর পেনি তো সেখানে দেশের অর্থব্যবস্থার সঙ্গে যুক্ত। দস্তার উপর তামার প্রলেপে তৈরি, ১ সেন্ট সমমানের মুদ্রাটি এ কালে তৈরি করতে খরচ পড়ছে ৪ সেন্ট, সরকারের পোষাচ্ছে না। তাই বাজারে বা বাণিজ্যশৃঙ্খলে যত পেনি আছে তারা রইল, নতুন করে আর তৈরি হবে না। কেউ কি আর থ্রি-পেনি অপেরা-ও লিখবে না তবে?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)