Advertisement
E-Paper

অঙ্কে তুখোড়! ক্রিপ্টোগ্রাফি হতে পারে উচ্চশিক্ষার বিষয়, কোথায় পড়বেন, চাকরি মিলবে কেমন?

ক্রিপ্টোগ্রাফি অর্থাৎ যোগাযোগ মাধ্যমে তথ্য সুরক্ষিত রাখার বিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে এই দেশে। তার জন্য অঙ্কে দক্ষ হওয়া আবশ্যক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০৯:০১

ছবি: এআই।

ইন্টারনেটের দুনিয়ায় তথ্য যতই সহজলভ্য হয়ে উঠছে, ততই তা অপরাধের প্রবণতাও বাড়িয়ে তুলছে। সামান্য ফোন কলের সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিমিষে উধাও হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। কখনও আবার ডিজিটাল গ্রেফতার করে প্রতারণা করছে অপরাধীরা। এই সব সমস্যার সমাধান করতে পারেন সাইবার অপরাধ বিশেষজ্ঞেরা। ক্রিপ্টোগ্রাফার নিজেও এমন এক বিশেষজ্ঞ, যার হাতের মুঠোয় রয়েছে অপরাধ দমনের হাতিয়ার।

বিষয়টি কী?

ক্রিপ্টোগ্রাফি অর্থাৎ যোগাযোগ মাধ্যমে তথ্য সুরক্ষিত রাখার বিজ্ঞানে দক্ষ হতে হয়। তাঁরা অঙ্কের জটিল সূত্রের বেড়াজালে সুরক্ষিত রাখেন গুরুত্বপূর্ণ তথ্য। তবে, এমন বিশেষজ্ঞ হতে চাইল জানতে হবে ব্যাঙ্কিং সিস্টেম, ডিজিটাল পেমেন্ট প্রসেসিং, ব্লকচেন সংক্রান্ত বিষয়ও।

কারা পড়তে পারবেন?

  • এ দেশের কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই স্নাতক স্তরে ক্রিপ্টোগ্রাফি পড়ানো হয় না। দ্বাদশের পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় অঙ্ক, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স বিষয়ে উত্তীর্ণ হওয়া দরকার। তবেই, স্নাতকে গণিত, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনার সুযোগ মিলবে। ক্রিপ্টোগ্রাফির প্রাথমিক স্তরের তথ্য সম্পর্কে অঙ্ক কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার নির্দিষ্ট কিছু বিষয় থেকেই জানার সুযোগ থাকে।

ছবি: এআই।

  • এ বিষয়ে বিশদে জানতে এবং কাজ শিখতে স্নাতকোত্তর স্তর থেকে পড়াশোনার সুযোগ রয়েছে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কিংবা মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রির অধীনে ক্রিপ্টোগ্রাফি পড়ানো হয়ে থাকে। মূলত এনক্রিপশন অ্যালগরিদম তৈরি করা, ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমকে সুরক্ষিত রাখা, তথ্যের আদানপ্রদানে নজরদারি করার কৌশল স্নাতকোত্তর স্তরে শেখানো হয়।
  • এর পর আগ্রহীরা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ডিজ়াইন, পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টঅ্যানালিসিস নিয়ে পিএইচডিও করতে পারেন।

কী ভাবে চাকরি পাবেন?

ক্রিপ্টোগ্রাফি নিয়ে পড়াশোনার পর সরকারি সংস্থা থেকে ক্রিপ্টোগ্রাফি প্রফেশনাল, এথিক্যাল হ্যাকার, ইনফরমেশন সিকিউরিটি প্রফেশনাল, ব্লকচেন সিকিউরিটি-র কাজে আলাদা করে অনুমোদন অর্জন করতে হবে। বিভিন্ন বিভাগ থেকে শংসাপত্র দেওয়া হয়ে থাকে। সেই অনুমোদন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রক, অর্থমন্ত্রকে চাকরির পথ প্রশস্ত করে। এ ছাড়াও বিভিন্ন বহুজাতিক সংস্থায় ক্রিপ্টোগ্রাফি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি আর্কিটেক্ট, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট পদে ক্রিপ্টোগ্রাফি বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়ে থাকে।

CryptoCurrency Cyber Law Data Security job prospect
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy