Advertisement
১৯ মে ২০২৪
CSIR-CMERI Training Program

দুর্গাপুরের শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, রইল বিস্তারিত

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি করা হবে।

CSIR-Central Mechanical   Engineering Research Institute, Durgapur

সিএসআইআর-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, দুর্গাপুর। ছবি: সংগৃহীত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১১:৪৫
Share: Save:

ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে। এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএসআইআর-সিএমআইআরআই)-এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক মাস স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রসঙ্গত, দুর্গাপুরে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর যাবতীয় বিষয় নিয়ে গবেষণা করার পরিকাঠামো রয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

যে সমস্ত শিক্ষার্থীরা স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় পড়াশোনা করছেন, কিংবা তাঁদের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে, তাঁরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা কোনও সংস্থায় কর্মরত রয়েছেন, তাঁদের আবেদন গৃহীত হবে না।

এক নজরে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য:

  • এক মাস হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
  • দুর্গাপুরের দফতরে থেকে প্রশিক্ষণ নিতে হবে।
  • কর্মসূচির নাম ‘অ্যানালিসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার ইউজ়িং সফিসটিকেটেড ইনস্ট্রুমেন্ট’।
  • জল সংক্রান্ত সমস্যা, জল সংরক্ষণ, জলের গুণগত মান পরীক্ষা, তথ্য বিশ্লেষণ, রিপোর্ট তৈরি করার মত বিভিন্ন বিষয় শেখানো হবে।
  • প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য পাঁচ হাজার টাকা কোর্স ফি হিসাবে জমা দিতে হবে।
  • প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়া হবে।

উক্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট দেখে নিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE