‘মনের হদিশ কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে’। বর্তমানের চূড়ান্ত কর্মব্যস্ততার মধ্যে মনের খোঁজ রাখা, মনকে সুস্থ রাখাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত পরিসর এবং কর্মক্ষেত্রের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে বিপর্যস্ত হচ্ছে মন। দেখা যাচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন-এর মতো বিভিন্ন মানসিক অসুস্থতার প্রকোপ। আর তাই সেই সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে মনোবিদ বা সাইকোলজিস্টের চেম্বারে। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজের জন্য এই পেশার চাহিদা এখন উর্ধ্বমুখী।
মনোবিদদের কাজ কী?
সাইকোলজি বা মনস্তত্ত্ব বিষয়টি মানুষের মন, অনুভূতি এবং ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করে। প্রাথমিক ভাবে দর্শনের একটি শাখা হলেও ১৮০০ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে সাইকোলজি বিষয়টি আলাদা একটি বিষয় হিসাবে জায়গা করে নেয়। সাইকোলজিস্টরা বিভিন্ন সামাজিক পরিস্থিতি কী ভাবে মানুষের উপর প্রবাব ফেলে এবং ব্যবহারিক দিককে প্রভাবিত করে, তা খতিয়ে দেখেন। একই সঙ্গে মানুষকে বিভিন্ন আচরণগত সমস্যা এবং মানসিক অসুস্থতা কাটিয়ে ওঠার জন্য সাইকোথেরাপির মাধ্যমে নানারকম পন্থা বাতলে দিয়ে সাহায্য করেন।
আরও পড়ুন:
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর পড়ুয়ারা এই বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের কোর্স করতে পারেন। সে ক্ষেত্রে সাইকোলজি বা মনোবিদ্যায় ব্যাচেলর অফ আর্টস (বিএ) অথবা ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি)— ডিগ্রির কোর্স করতে পারেন। স্নাতকে মনোবিদ্যা নিয়ে পড়ার জন্য পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, কলা বা বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হতে হয়। তবে কিছু প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরেও এই বিষয়টি পাঠ্যক্রমে থাকা জরুরি।
শুধু স্নাতক বা স্নাতকোত্তর নয়, মনোবিদ হওয়ার জন্য উচ্চতর শিক্ষা বা পিএইচডি থাকা, প্রশিক্ষণ, সার্টিফিকেশন অথবা ক্লিনিক্যাল প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকলে ভাল। তবে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসাবে পেশাগত জীবন শুরুর আগে অনেকক্ষেত্রেই প্রয়োজন হয় রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) প্রদত্ত রেজিস্ট্রেশনও।
দেশ এবং রাজ্যের কোন কোন উল্লেখ্যযোগ্য প্রতিষ্ঠানে পড়ার সুযোগ রয়েছে?
১) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
২) দিল্লি বিশ্ববিদ্যালয়।
৩) ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়, বেঙ্গালুরু।
৪) জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়
৫) টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, মুম্বাই।
৬) বেথুন কলেজ, কলকাতা।
৭) আশুতোষ কলেজ, কলকাতা।
8) লোরেটো কলেজ, কলকাতা।
৯) গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ, কলকাতা।
১০) বিদ্যাসাগর কলেজ, কলকাতা।