প্রতীকী ছবি
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু)-তে পরীক্ষার ফর্ম জমা দেওয়ার শেষ দিনের মেয়াদ বৃদ্ধি করা হল। ১৫ নভেম্বর ২০২২ পর্যন্ত বাড়ানো হল মেয়াদ। ১৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ফর্ম জমা দিতে পারবেন ইগনু-র অফিসিয়াল পোর্টালে। কোর্স অনুয়ায়ী ফর্মের মূল্য ২০০ টাকা করে ধার্য করা হয়েছে। একই সঙ্গে লেট ফাইন-সহ ফর্ম জমা দেওয়ার মেয়াদও বৃদ্ধি করা হল। লেট ফাইনের সময়সীমা ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাখা হয়েছে। প্রতি কোর্সের ক্ষেত্রে ২০০ টাকার সঙ্গে লেট ফাইন ১১০০টাকা—সহ পরীক্ষার ফর্ম জমা দেওয়া যাবে এই দিনগুলির মধ্যে। এমনটাই জানানো হয়েছে ইগনু-র নিজস্ব ওয়েবসাইটে। অনলাইনের মাধ্যমে ফর্ম এবং টাকা জমা দেওয়া যাবে। ডিসেম্বর, ২০২২-এর পরীক্ষার্থীরা এই ফর্ম জমা দিতে পারবেন।
http://ignou.ac.in/ ইগনুর এই ওয়েবসাইট থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy