Advertisement
০৪ মে ২০২৪
Kazi Nazrul University

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি, শুরু হয়েছে আবেদন প্রক্রিয়াও

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ২০১৬ সালের এমফিল ও পিএইচডি সংক্রান্ত নিয়মনীতি মেনেই এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি। সংগৃহীত ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১৮:২৪
Share: Save:

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ২০১৬ সালের এমফিল ও পিএইচডি সংক্রান্ত নিয়মনীতি মেনেই এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগ বা সেন্টারে ক্যাম্পাসভিত্তিক যতগুলি শূন্য আসন রয়েছে, তা হল:

১. পশু বিজ্ঞান-৪টি

২. অ্যাপ্লায়েড জিওলজি-৬টি

৩. অ্যাপ্লায়েড সাইকোলজি-৪টি

৪. বাংলা-৫টি

৫. রসায়ন-২০টি (বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর অধীনস্থ সমস্ত কলেজ মিলিয়ে)

৬. কমার্স-২টি

৭. কনজ়ারভেশন বায়োলজি-৪টি

৮. সিওএসওডি-২টি (বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর অধীনস্থ সমস্ত কলেজ মিলিয়ে)

৯. সেন্টার ফর আইওটি অ্যান্ড অল ইন্টিগ্রেশন উইথ এডুকেশন-ইন্ডাস্ট্রি- এগ্রিকালচার-৩টি

১০. শিক্ষা-২টি

১১. ইংরেজি-১টি

১২.ভূগোল-৮টি

১৩.হিন্দি-২টি

এ ছাড়া, আইন, গণিত, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, দর্শন, পদার্থবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান ও উর্দু বিভাগেও বেশ কিছু শূন্য আসনে পিএইচডিতে ভর্তি নেওয়া হবে।

যোগ্যতামান: পিএইচডিতে ভর্তির জন্য পড়ুয়াদের ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে বা ইউজিসি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে সমতুল গ্রেড নিয়ে পাশ করতে হবে বা বিদেশের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমতুল ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে যে বিষয় নিয়ে তাঁরা পড়েছেন, সেই বিষয় ছাড়াও ওই বিষয় সম্পর্কিত কোনও অন্য বিষয়ে বা আন্তঃবিভাগীয় বিষয়েও পিএইচডির জন্য আবেদন জানাতে পারেন পড়ুয়ারা।

পড়ুয়ারা যদি বিদেশের কোনও বিশ্ববিদ্যালয় থেকে দেশীয় প্রতিষ্ঠানের এমফিল ডিগ্রির সমতুল কোনও ডিগ্রি অর্জন করে থাকেন, তবে তাঁরাও আবেদন জানাতে পারবেন পিএইচডিতে ভর্তির জন্য।

নির্বাচন প্রক্রিয়া: যে শিক্ষার্থীরা নেট/স্লেট/সেট/গেট/জেস্ট/ডিএসটি-ইন্সপায়ার/ডিবিটি-জেআরএফ/এমফিল পাশ করেছেন, তাঁদের পিএইচডিতে ভর্তির জন্য কোনও লিখিত পরীক্ষা বা রিসার্চ এলিজিবিলিটি টেস্ট দিতে হবে না। তবে বাকিদের ক্ষেত্রে এই পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষায় পাশ করলে বিভাগীয় গবেষণা কমিটির দ্বারা আয়োজিত একটি ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষাও দিতে হবে।আবেদন প্রক্রিয়া: ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইন মাধ্যমেই সম্পন্ন হবে। আবেদনমূল্য-সহ আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া বুধবার থেকে শুরু হয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

ভর্তি প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ দিন:

বিশ্ববিদ্যালয়ের তরফে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ-১২ জানুয়ারি

লিখিত ও মৌখিক পরীক্ষার দিন ঘোষণা-১৭ জানুয়ারি

প্রবেশিকা পরীক্ষা- ১৯ জানুয়ারি

প্রবেশিকা পরীক্ষার ফল ঘোষণা-২২ জানুয়ারি

মৌখিক পরীক্ষা-২৭ জানুয়ারি

মৌখিক পরীক্ষার ফল ঘোষণা- ৩০ জানুয়ারি

মেধাতালিকা প্রকাশ ও ভর্তির টাকা জমা দেওয়ার লিঙ্ক প্রকাশ-১ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে

কোর্সে ভর্তির জন্য বরাদ্দ মূল্য: বার্ষিক ৪০,০০০ টাকা।

পিএইচডিতে ভর্তির বাকি সমস্ত তথ্য বিস্তারিত জানতে হলে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-https://www.knu.ac.in/-এ যেতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE