Advertisement
E-Paper

ফ্যাশন বা অন্দরসজ্জা— ডিজ়াইনে উচ্চশিক্ষার সুযোগ দ্বাদশের পরেই! ২০২৬-এর কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি কোর্সের জন্য ভর্তির প্রক্রিয়া শুরু করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১০:২৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পোশাকের নকশার কারিগর হতে চান অনেকেই। শুরুটা হতে পারে দ্বাদশের পর থেকেই। শুধু পাশ করতে হবে বিশেষ প্রবেশিকা। এর জন্য দেশের সমস্ত আগ্রহী পড়ুয়ার আবেদনের পোর্টাল চালু করেছে এনআইএফটি।

কী কী বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে?

  • অ্যাক্সেসরিজ় ডিজ়াইন, ফ্যাশন কমিউনিকেশন, ফ্যাশন ডিজ়াইন, ফ্যাশন ইন্টেরিয়র, নিটঅয়্যার ডিজ়াইন, লেদার ডিজ়াইন, টেক্সটাইল ডিজ়াইন, অ্যাপারেল প্রোডাকশন বিষয়ে ব্যাচেলর অফ ডিজ়াইন এবং ব্যাচেলর অফ ফ্যাশন টেকনোলজি কোর্স করানো হবে।
  • এ ছাড়াও স্নাতকোত্তর স্তরে মাস্টার অফ ডিজ়াইন এবং মাস্টার অফ ফ্যাশন টেকনোলজি ডিগ্রি কোর্স করার সুযোগ থাকছে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তর মিলিয়ে ৫,০৭৬টি আসন রয়েছে।
  • পিএইচডি-র জন্য আগ্রহী পড়ুয়ারা ফ্যাশন ডিজ়াইন, ম্যানেজমেন্ট এবং টেকনোলজি-র বিভিন্ন বিষয় বেছে নিতে পারবেন।

ভর্তি হতে পারবেন কারা?

  • দ্বাদশ উত্তীর্ণরা স্নাতক স্তরের কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাঁদের উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ২৪ বছরের মধ্যে হতে হবে।
  • মাস্টার অফ ডিজ়াইন-এ ভর্তি হতে আগ্রহীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তবে, মাস্টার অফ ফ্যাশন টেকনোলজি-র জন্য ফ্যাশন টেকনোলজি-তে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
  • যাঁরা ফ্যাশন ডিজ়াইন, টেকনোলজি কিংবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স সম্পূর্ণ করেছেন, তাঁরা পিএইচডি কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

কী ভাবে ভর্তি নেওয়া হবে?

  • জেনারেল অ্যাপটিটিউড টেস্ট-এর (গ্যাট) মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করে নেবে এনআইএফটি। পিএইচডি কোর্সের জন্য প্রার্থীদের ওই প্রবেশিকায় পাশ করার পরে আলাদা করে রিসার্চ প্রোপোজ়ালের জন্য ইন্টারভিউ দিতে হবে।
  • দেশের বিভিন্ন রাজ্যের ১০০টি শহরে কম্পিউটার বেস্‌ড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন আগ্রহীরা। ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। অ্যাডমিট কার্ড জানুয়ারি মাসে ডাউনলোড করে নেওয়ার সুযোগ থাকছে। পিএইচডি কোর্সের পরীক্ষা এপ্রিল মাসে নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তির জন্য ৬ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। অনলাইনে এনআইএফটি-র ওয়েবসাইট মারফত আবেদন গ্রহণ করা হবে। পিএইচডি-র জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

National Institute of Fashion Technology (NIFT) Interior Design online admission Entrance Examination
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy