এ বারের উচ্চ মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা সোমবার। জোর কদমে চলছে প্রস্তুতি। শেষ মুহূর্তে কোনও প্রশ্ন অজানা রয়ে যাচ্ছে না তো?
তাই, পরীক্ষায় গুরুত্বপূর্ণ কী কী প্রশ্ন আসার সম্ভবনা রয়েছে, সেগুলি দেখে নেওয়া যাক:
- অতীত স্মরণে পৌরাণিক কাহিনির ভূমিকা আলোচনা কর।
- পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী?
- উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেলিনের তত্ত্ব আলোচনা কর।
- ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল আলোচনা কর।
- বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা কর। এর সীমাবদ্ধতা কী ছিল?
- চিনের মে ফোর্থ আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ কর। এই আন্দোলনের প্রভাব আলোচনা কর।
- ব্রিটিশ শাসনকালে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের বিবরণ দাও।
- মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের (১৯১৯) বৈশিষ্ট্য লেখ, এই আইনের ত্রুটিগুলি কী ছিল?
- ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখা কর এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা কর।
- ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান।
- সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল?
- ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা কর।
- সার্ক কী ভাবে গঠিত হয়েছিল? সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল?
- স্বাধীন ভারতে প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা কর।
Advertisement
এই প্রশ্নগুলি আসার সম্ভবনা রয়েছে বড় প্রশ্নের ক্ষেত্রে। পাশপাশি ছোট প্রশ্ন ‘কমন’ পাওয়ার জন্য ভাল ভাবে খুঁটিয়ে পড়া প্রয়োজন। ইতিহাসের সাল মনে রাখার জন্য প্রয়োজন ঘটনাবলি ধারাবাহিক ভাবে বুঝে পড়া। তা হলেই সাল মনে রাখাটা অনেকটাই সহজ হয়ে ওঠে।
পরামর্শ দিয়েছেন চেতলা বয়েজ হাই স্কুলের শিক্ষক গোপীনাথ মন্ডল।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
Twitter এবং
Instagram পেজ)