Advertisement
০৪ জুন ২০২৪

ইউরোর যোগ্যতা পর্বে জয় ইংল্যান্ডের, হারল স্পেন

আট বছর পর ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের কোনও ম্যাচে হারল দু’বার ইউরো এবং এক বারের বিশ্বকাপজয়ী স্পেন। দুর্বল স্লোভাকিয়ার কাছে ২-১ গোলে হেরে তিকিতাকার ভবিষ্যতকে আরও অন্ধকারে ঠেলে দিল ইনিয়েস্তারা। কে ছিল না স্পেনের প্রথম এগারোয়? ক্যাসিয়াস থেকে হুয়ানফ্রান, জেরার পিকে থেকে ফাব্রেগাস, বুস্কেতস, ইনিয়েস্তা— তারকা ঠাসা স্পেনকে তবু সমতায় ফিরতে হল পরিবর্ত আলকাসেরের গোলে।

জয়ের পর উল্লাস স্লোভাক ফুটবলারদের। ছবি: এএফপি।

জয়ের পর উল্লাস স্লোভাক ফুটবলারদের। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৪ ১১:৩০
Share: Save:

আট বছর পর ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের কোনও ম্যাচে হারল দু’বার ইউরো এবং এক বারের বিশ্বকাপজয়ী স্পেন। দুর্বল স্লোভাকিয়ার কাছে ২-১ গোলে হেরে তিকিতাকার ভবিষ্যতকে আরও অন্ধকারে ঠেলে দিল ইনিয়েস্তারা। কে ছিল না স্পেনের প্রথম এগারোয়? ক্যাসিয়াস থেকে হুয়ানফ্রান, জেরার পিকে থেকে ফাব্রেগাস, বুস্কেতস, ইনিয়েস্তা— তারকা ঠাসা স্পেনকে তবু সমতায় ফিরতে হল পরিবর্ত আলকাসেরের গোলে। তবুও শেষ রক্ষা হল না। ম্যাচের একেবারে শেষ দিকে ক্যাসিয়াসের ভুলে গোল করে যান প্রাক্তন চেলসি ফুটবলার মিরোস্লাভ স্টোক। এ দিনের হারের পর নিজেদের গ্রুপে দু’নম্বরে চলে এল এই পর্যায়ে ৩৬ ম্যাচ পর হারের মুখ দেখা স্পেন। আর দু’ম্যাচে ছ’পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে চলে গেল স্লোভাকিয়া। স্পেন এ বারের ইউরোয় আদৌ খেলতে পারবে কি না তার উত্তর পেতে বেলারুস এবং লুক্সেমবুর্গের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ দু’টির দিকে তাকিয়ে থাকতে হবে।

স্পেন হারলেও অবশ্য সান মারিনোকে পাঁচ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড। গ্রুপ ই-এর প্রথম ম্যাচে সুইত্জারল্যান্ডকে ২-০ গোলে হারানোর পর এ দিনের ৫-০ গোলে জয় ইউরোর মুল পর্বের দিকে বেশ খানিকটা এগিয়ে রাখল রুনি-স্টার্লিং-ওয়েলবেকদের। একটি করে গোল করলেন রুনি, ওয়েলবেক, জাগিয়েলকা এবং টাউনসেন্ড। অন্য গোলটি আত্মঘাতী। গ্রুপের অন্য ম্যাচে স্লোভেনিয়ার কাছে হেরে ইউরো-যাত্রা কষ্টকর করে ফেলল সুইত্জারল্যান্ড। বিশ্বকাপে শেষ ষোলোয় খেলা সুইত্জারল্যান্ড পর পর দুই ম্যাচ হেরে নেমে গেল গ্রুপের তিন নম্বর স্থানে। ইউরোর গ্রুপ নির্ণয়ের অন্য ম্যাচগুলিতে জয় পেল লিথুয়ানিয়া এবং অস্ট্রিয়া। অন্য দিকে, গ্রুপ জি-র ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করল ইব্রাহিমোভিচ-হীন সুউডেন। ওই গ্রুপে আপাতত শীর্ষে রয়ে গেল রাশিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

euro qualifier spain england
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE