Advertisement
১১ মে ২০২৪

সাতটি আঞ্চলিক ভাষায় মিলবে সচিনের আত্মজীবনী

সচিনের আত্মজীবনী পড়তে পারেন বাংলাতেও! এই মুহূর্তে ইংরেজি ভাষায় মিললেও শীঘ্রই তা বাংলা-সহ সাতটি আঞ্চলিক ভাষায় প্রকাশ করা হবে বলে জানিয়েছে এর প্রকাশক। গত ৬ নভেম্বর মুম্বইয়ে সচিনের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রকাশের আগে থেকেই বইটি নিয়ে ক্রিকেটবিশ্বে শোরগোল ওঠে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৪ ২০:০৬
Share: Save:

সচিনের আত্মজীবনী পড়তে পারেন বাংলাতেও! এই মুহূর্তে ইংরেজি ভাষায় মিললেও শীঘ্রই তা বাংলা-সহ সাতটি আঞ্চলিক ভাষায় প্রকাশ করা হবে বলে জানিয়েছে এর প্রকাশক। গত ৬ নভেম্বর মুম্বইয়ে সচিনের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রকাশের আগে থেকেই বইটি নিয়ে ক্রিকেটবিশ্বে শোরগোল ওঠে। গ্রেগ চ্যাপেল জমানার বিস্ফোরক তথ্য বইতে যে ভাবে তুলে ধরেছেন সচিন তাতে যারপরনাই বিস্মিত সকলে। গুরু গ্রেগ ও সচিন সম্পর্কের অজানা দিক নিয়ে এর পরেই বিতর্কের ঝড় ওঠে। মন্তব্য-পাল্টা মন্তব্যে সরব হন সচিনের সতীর্থ-সহ স্বয়ং গুরু গ্রেগ। ফলে প্রকাশের পর থেকেই সেই বইয়ের চাহিদা তুঙ্গে। এই চাহিদার কথা মাথায় রেখেই আঞ্চলিক ভাষার পাঠকদের জন্য তা অনুবাদের কথা ভেবেছে প্রকাশনা সংস্থা। এতে উৎসাহ দেখিয়েছে বেশ কয়েকটি প্রকাশনা সংস্থাও।

বইয়ের প্রকাশকের তরফে মঙ্গলবার পৌলমী চট্টোপাধ্যায় বলেন, “বই প্রকাশের পর থেকেই এর অসামান্য চাহিদায় আমরা অভিভূত।” ভারতীয় ভাষার প্রকাশের জন্য বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার সঙ্গে তাদের কথাবার্তা চলছে বলে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ঠিক হয়েছে বাংলা, মরাঠি, হিন্দি, গুজরাতি, মালয়ালম, অসমিয়া এবং তেলেগু এই সাতটি ভাষায় আত্মজীবনীটি অনূদিত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE