Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তাপস পাল কাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা

সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের জেরে শাসক দল যখন নাজেহাল, তখনই গোদের উপর বিষফোঁড়ার মতো তাপস পাল কাণ্ডে রাজ্য সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করাল আদালত। কৃষ্ণনগরের ওই সাংসদের উস্কানিমূলক বক্তব্য রাখার বিষয়টিকে রাজ্য সরকার ধামাচাপা দিতে চাইছে কি না বুধবার ফের সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৮
Share: Save:

সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের জেরে শাসক দল যখন নাজেহাল, তখনই গোদের উপর বিষফোঁড়ার মতো তাপস পাল কাণ্ডে রাজ্য সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করাল আদালত। কৃষ্ণনগরের ওই সাংসদের উস্কানিমূলক বক্তব্য রাখার বিষয়টিকে রাজ্য সরকার ধামাচাপা দিতে চাইছে কি না বুধবার ফের সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।

নাম না করে কার্টুন-কাণ্ডে অম্বিকেশ মহাপাত্রের গ্রেফতারের প্রসঙ্গটি এ দিন সামনে আনেন বিচারপতি মাত্রে। তাঁর মন্তব্য, “সাধারণ মানুষ ইন্টারনেটে কিছু আপলোড করলে পুলিশ তাঁকে ধরছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে।” তাপস পালের বক্তব্য আদালতগ্রাহ্য অপরাধ নয় বলে এ দিন সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পরে ওই আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, “আপনি রাজ্যের প্রতিনিধি। আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। আপনি কারও হয়ে ওকালতি করতে পারেন না।”

২৮ জুলাই বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাস থেকে তাপস মামলার নির্দেশ পাওয়ার পর সরকারপক্ষ মামলাটি নিয়ে যায় ডিভিশন বেঞ্চে। ১৩ অগস্ট ডিভিশন বেঞ্চে এই মামলার নিষ্পত্তি না হওয়ায়, তৃতীয় বিচারপতি নিশীথা মাত্রের এজলাসে মামলাটি এ দিন ওঠে।

বিচারপতি মাত্রে জানান, মামলাটি তিনি প্রথম থেকে শুনছেন। প্রাথমিক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি এ দিন মন্তব্য করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE