চৌমুহা-কাণ্ডে আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন জানালেন তৃণমূল সাংসদ তাপস পাল। সোমবার সকালে কৃষ্ণনগর এসিজিএম আদালতে এই আবেদন জানিয়েছেন তিনি। এই বিষয়ে এ দিন দুপুর দুটোর সময় শুনানি শুরু হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ কৃষ্ণনগরের অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভজিত্ বসুর এজলাসে পৌঁছন তাপস। সঙ্গে ছিলেন তাঁর দুই আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং রাজদীপ দাস। কৃষ্ণনগরের সাংসদের হয়ে বিচারকের কাছে জামিনের আবেদন জানান তাঁরা। বিচারক ওই মামলার নথিপত্র আদালতে জমা দিতে বলেন। এর পর এই বিষয়ে দুপুর দুটোর পর শুনানি শুরু হবে বলেও জানিয়ে দেন।
গত ২৮ মে এই আদালতেই সিআইডি তাপসের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। আদালত সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ (শান্তিভঙ্গের জন্য অপমানজনক কথা বলা), ৫০৫ (এমন কথা বলা যাতে উত্তেজনা ছড়ায়), ৫০৬ (অপরাধমূলক হুমকি দেওয়া) এবং ৫০৯ (মহিলাদের প্রতি কটূক্তি) ধারায় অভিযোগ এনেছে সিআইডি। এর মধ্যে প্রথম দু’টির ক্ষেত্রে শাস্তি প্রমাণিত হলে সর্বোচ্চ দু’বছরের শাস্তির বিধান রয়েছে। চার্জশিট জমা পড়ার পর গত এক মাসে নিজের সংসদ এলাকায় মাত্র এক বারই এসেছেন তাপস। চাপড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন তিনি।