Advertisement
১১ মে ২০২৪

আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হামলা, মৃত ৪

এই বাড়ি থেকেই হামলা চালায় বন্দুকবাজেরা। ছবি: রয়টার্স।

এই বাড়ি থেকেই হামলা চালায় বন্দুকবাজেরা। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ মে ২০১৪ ১০:০৫
Share: Save:

ন’ঘণ্টা গুলির লড়াইয়ের শেষে কার্যত বিপদ মুক্ত আফগানিস্তানের ভারতীয় দূতাবাস। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে চার বন্দুকবাজেরই। হামলার ঘটনা স্বীকার করে বিদেশমন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। দূতাবাসের কর্মীরা সকলেই সুরক্ষিত আছেন। পরিস্থিতির উপর নজর রাখছে বিদেশ মন্ত্রক।” পুলিশের গুলিতে চার বন্দুকবাজেরই মৃত্যু হয়েছে বলে জানান তিনি। ঘটনার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার নিন্দা করেছে পাকিস্তানও।

শুক্রবার ভোরে আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে হামলা চালায় চার বন্দুকবাজ। ঘটনাটি ঘটেছে কাবুল থেকে ৮০০ কিলোমিটার দূরে হেরাতে। আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত অমর সিংহ জানান, এ দিন দূতাবাসের কাছের একটি বাড়ি থেকে গুলি ও গ্রেনেড ছুঁড়তে শুরু করে হামলাকারীরা। দূতাবাসের পাঁচিল টপকে ভিতরে ঢোকার সময়েই পুলিশের গুলিতে মারা যায় তাদের মধ্যে এক জন। বাকি তিন জনের সঙ্গে আফগান পুলিশ ও আইটিবি-র জওয়ানদের গুলির লড়াই শুরু হয়। আফগান পুলিশ সূত্রে খবর, চার হামলাকারীর মধ্যে এক জনের মৃত্যু হয় আইটিবিপি-র জওয়ানের গুলিতে ও অপর তিন জনকে মারে আফগান পুলিশ। হামলার পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই এই ঘটনার দায় স্বীকার করেনি। গত বছর অগস্টে জালালাবাদের ভারতীয় দূতাবাসের কাছে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ছয় শিশু-সহ ন’জনের। তবে দূতাবাসের আধিকারিকেরা সুরক্ষিতই ছিলেন। ২০০৮ ও ২০০৯-এ কাবুলে ভারতীয় দূতাবাসে জঙ্গি হামলায় মৃত্যু হয় ৭৫ জনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

afghanistan indian consulate attack armed gunmen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE