Advertisement
০৯ মে ২০২৪

উচ্চমাধ্যমিকেও জয়জয়কার জেলার

মেয়েদের মধ্যে প্রথম দেবপ্রিয়া গুণ ও উচ্চমাধ্যমিকে প্রথম অনির্বাণ সাহা। বিশ্বরূপ বসাক ও তরুণ দেবনাথের তোলা ছবি।

মেয়েদের মধ্যে প্রথম দেবপ্রিয়া গুণ ও উচ্চমাধ্যমিকে প্রথম অনির্বাণ সাহা। বিশ্বরূপ বসাক ও তরুণ দেবনাথের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০১৪ ১০:৩৬
Share: Save:

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক। পর পর দু’বারই কলকাতাকে টেক্কা দিল জেলা। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম পাঁচ জন পরীক্ষার্থীর মধ্যে চার জনই জেলার। সর্বোচ্চ ৪৭৮ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রায়গঞ্জের অনির্বাণ সাহা। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন শিলিগুড়ির দেবপ্রিয়া গুণ। কলকাতা থেকে প্রথম স্থানাধিকারী অনিরুদ্ধ রায় মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় পরীক্ষার ফল প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। এ বছর পরীক্ষার ৬০ দিনের মাথায় ফল প্রকাশিত হল। সকাল সাড়ে ১০টা থেকে সংসদের অফিস থেকে মার্কশিট বিতরণ করা শুরু হয়েছে। প্রায় সাড়ে সাত লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৭৮.৪২ শতাংশ ছাত্রছাত্রী। গত তিন বছরের তুলনায় এই বছরে পাশের হার বেশি। ছেলেদের মধ্যে ৭৯.৪৪ শতাংশ ও মেয়েদের মধ্যে ৭৭.১০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। পাশের হারে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। ৮৮ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন সেখানে। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানে পাশের হার ৮৬ শতাংশ। সার্বিক ভাবে মেয়েদের থেকে ছেলেদের পাশের হার বেশি হলেও কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও হুগলি জেলায় এগিয়ে রয়েছেন মেয়েরা। পরের বছর নতুন সিলেবাস অনুযায়ী ১৩ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। পুরনো সিলেবাসে ১২ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত।

সম্ভাব্য মেধা তালিকা

নাম

স্কুল

প্রাপ্ত নম্বর

র‌্যাঙ্ক

অনির্বাণ সাহা

রায়গঞ্জ করোনেশন হাইস্কুল

৪৭৮

প্রথম

সৌরভ পাল

কাটোয়া ভারতী ভবন হাইস্কুল

৪৭৫

দ্বিতীয়

পরমেশ দাস

বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল

৪৭৪

তৃতীয়

সৌপ্তিক চক্রবর্তী

চাকদা রামলাল অ্যাকাডেমি

৪৭৪

তৃতীয়

সৌম্যদীপ সরকার

সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির

৪৭৩

চতুর্থ

অনিরুদ্ধ রায়

হেয়ার স্কুল

৪৭২

পঞ্চম

সৌমিক দেব

রায়গঞ্জ করোনেশন হাইস্কুল

৪৭১

ষষ্ঠ

সৌরভ চক্রবর্তী

বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল

৪৭১

ষষ্ঠ

প্রতীক বিশ্বাস

বিটি রোড গভর্নমেন্ট স্পনসরড হাইয়ার সেকেন্ডারি স্কুল

৪৭১

ষষ্ঠ

দেবপ্রিয়া গুণ

শিলিগুড়ি গার্লস হাইস্কুল

৪৭০

সপ্তম

প্রীতম দাস

রায়গঞ্জ করোনেশন হাইস্কুল

৪৭০

সপ্তম

কুলদীপ গুহ মজুমদার

পাঠভবন

৪৭০

সপ্তম

ফাল্গুনী ঘোষ

বিটি রোড গভর্নমেন্ট স্পনসরড হাইয়ার সেকেন্ডারি স্কুল

৪৭০

সপ্তম

মহুল পোদ্দার

কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুল

৪৭০

সপ্তম

সৈকত দে

কোচবিহার জেনকিন্স স্কুল

৪৬৯

অষ্টম

অর্কদেব রায়

দুর্গাপুর বিধানচন্দ্র ইনস্টিটিউশন

৪৬৯

অষ্টম

অগ্নিভ বন্দ্যোপাধ্যায়

বীরভূম জেলা স্কুল

৪৬৯

অষ্টম

মনিরত্নম মণ্ডল

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

৪৬৯

অষ্টম

শেখ মহম্মদ সাগির

বর্ধমান সিএমএস হাইস্কুল

৪৬৮

নবম

বিয়াস কোলে

জয়নগর পল্লিশ্রী বিদ্যা নিকেতন

৪৬৮

নবম

সাগ্নিক চক্রবর্তী

রহড়া রামকৃষ্ণ মিশন

৪৬৮

নবম

রিয়া ঘোষ

বারাসত কালীকৃষ্ণ গার্লস হাইস্কুল

৪৬৮

নবম

সায়ন্তনী মণ্ডল

বালুরঘাট গার্লস হাইস্কুল

৪৬৭

দশম

অরিত্রজিত্ গুপ্ত

মেদিনীপুর কলেজিয়েট স্কুল

৪৬৭

দশম

নিমিষা কাউর

আলিগুঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়

৪৬৭

দশম

অমর্ত্য আচার্য

কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুল

৪৬৭

দশম

সৌরভ নন্দী

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

সুদর্শনা মণ্ডল

সারদা বিদ্যাপীঠ

৪৬৭

দশম

জেলাভিত্তিক পাশের হার (৮০%)

জেলা

পাশের হার (%)

পূর্ব মেদিনীপুর

৮৮

কলকাতা

৮৬

হুগলি

৮৩

হাওড়া

৮৩

দক্ষিণ ২৪ পরগনা

৮৩

পশ্চিম মেদিনীপুর

৮২

উত্তর ২৪ পরগনা

৮১

কোন গ্রেডে কত জন

গ্রেড (%)

পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা

৯০-১০০

৭১০

৮০-৮৯

১২০০৩

৭০-৭৯

৩৯৪০৩

৬০-৬৯

৬৪০০০

৫০-৫৯

৯৪৮৪৮

৪০-৪৯

১২৪৬৯৭

৩০-৩৯

১৭৩২৪৩

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

higher secondary result hs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE