Advertisement
০৩ মে ২০২৪

কৃষ্ণনগরে ছাত্র খুনে ধৃত মূল অভিযুক্ত

গুলিবিদ্ধ হয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইন্দ্রনীল রায়ের মৃত্যুর ঘটনায় ধরা পড়ল মূল অভিযুক্ত মিঠুন চক্রবর্তী। রবিবার গভীর রাতে কৃষ্ণনগরের মালগোডাউন এলাকার সড়কপল্লির এক গোপন ডেরায় হানা দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে । সোমবার বিকেলে মিঠুনকে আদালতে পেশ করবে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৪ ১৪:০৭
Share: Save:

গুলিবিদ্ধ হয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইন্দ্রনীল রায়ের মৃত্যুর ঘটনায় ধরা পড়ল মূল অভিযুক্ত মিঠুন চক্রবর্তী। রবিবার গভীর রাতে কৃষ্ণনগরের মালগোডাউন এলাকার সড়কপল্লির এক গোপন ডেরায় হানা দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে । সোমবার বিকেলে মিঠুনকে আদালতে পেশ করবে পুলিশ।

দাদুর বাৎসরিক কাজে যোগ দিতে যাওয়ার পথে কৃষ্ণনগর স্টেশন লাগোয়া এলাকায় দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর গোলমালের জেরে ছোড়া গুলিতে খুন হন কৃষ্ণগঞ্জের ওই ছাত্র। কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পাঁচ দিন পর মিঠুনের শাগরেদ বিশ্বজিৎকে গ্রেফতার করে পুলিশ ।

প্রাথমিক তদন্তের পুলিশের দাবি, একই মহিলার সঙ্গে প্রণয়ের রেষারেষিতে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে গুলি চলে। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি লাগে কলেজপড়ুয়া ইন্দ্রনীল রায়ের (২০) তলপেটে। দুষ্কৃতীদের যে গোষ্ঠী সে দিন গুলি চালিয়েছিল, তাদের মধ্যে বিশ্বজিৎ ছিল বলে, দাবি পুলিশের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

indranil roy mithun chakrobarty student murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE