Advertisement
০৩ মে ২০২৪

দু’গোল করে রাউলকে ধরে ফেললেন মেসি

মঙ্গলবার রাতে লিভারপুলের কাছে আটকে গিয়েছিলেন তাঁর প্রবলতম প্রতিদ্বন্দ্বী। বুধবার তাঁর সেই পর্তুগিজ প্রতিদ্বন্দ্বীকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিকে অনেকটা এগিয়ে গেলেন লিওনেল মেসি। আয়াখসের বিরুদ্ধে দু’গোল করে রাউলের ৭১ গোলের রেকর্ড স্পর্শ করলেন এই আর্জেন্তিনীয় মহাতারকা। তাঁর থেকে এক গোল কম করে পিছনেই থেকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

রাউলকে টপকানোর গোল করতে চলেছেন মেসি।

রাউলকে টপকানোর গোল করতে চলেছেন মেসি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৩
Share: Save:

বার্সেলোনা: ২ (মেসি)
আয়াখস: ০

মঙ্গলবার রাতে লিভারপুলের কাছে আটকে গিয়েছিলেন তাঁর প্রবলতম প্রতিদ্বন্দ্বী। বুধবার তাঁর সেই পর্তুগিজ প্রতিদ্বন্দ্বীকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিকে অনেকটা এগিয়ে গেলেন লিওনেল মেসি। আয়াখসের বিরুদ্ধে দু’গোল করে রাউলের ৭১ গোলের রেকর্ড স্পর্শ করলেন এই আর্জেন্তিনীয় মহাতারকা। তাঁর থেকে এক গোল কম করে পিছনেই থেকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মঙ্গলবার লিভারপুলের কাছে রোনাল্ডো আটকে যাওয়ার পর নজর ছিল বার্সার আয়াখস ম্যাচের দিকে। ম্যাচ জিতলেই নক আউটে যাওয়া পাকা হত বার্সার। পাঁচ বছর পর স্প্যানিশ টিমটি খেলতে নামছিল পরপর দু’টি লিগ ম্যাচে হারের পর। স্বভাবতই বেশ চাপে ছিলেন নেইমার-সুয়ারেজরা। চাপে ছিলেন মেসিও। রাউলের থেকে দু’গোলে পিছিয়ে থাকার চেয়েও তাঁর কাছে বোধহয় বেশি ‘যন্ত্রণা’র ছিল রোনাল্ডোর থেকে এক গোলে পিছিয়ে থাকা। আর সেই ব্যবধান মুছে ফেলার জন্য আমস্টারডামকেই বেছে নিলেন চার বার ব্যালন ডি’ওর জেতা লিও। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে দলকে নক আউটেই শুধু তুললেন না, করে ফেললেন এক অনন্য রেকর্ড।


দ্বিতীয় গোলের পর উল্লাস।

লিভারপুল ম্যাচে কোলে তোরের কাছে আটকে গিয়েছিলেন সি আর সেভেন। আয়াখসের এ দিন কোনও তোরে ছিল না। ৩৬ মিনিটে ফ্রি কিকের ফিরতি বল থেকে গোল করে রোনাল্ডোকে ধরে ফেলেন মেসি। ৭১ মিনিটে ভেল্টম্যান দ্বিতীয় হলুদ কার্ড দেখায় দশ জনের আয়াখসকে আরও চেপে ধরে বার্সা। এর চার মিনিটের মাথায় পেড্রোর ক্রস থেকে আয়াখসের জালে বল জড়িয়ে রাউলের রেকর্ড স্পর্শ করেন মেসি। ম্যাচের একেবারে শেষ দিকে রাউলকে প্রায় টপকেই গিয়েছিলেন, কিন্তু বাধ সাধেন আয়াখসের গোলরক্ষক। বার্সার পরের ম্যাচ পরের বুধবার এপিওএলের সঙ্গে। পরের দিন বাসেলের মুখোমুখি হচ্ছে রিয়াল। ফলে রাউলকে টপকে যাওয়ার সুযোগ মেসিই আগে পাচ্ছেন। রিয়াল সমর্থকদের কাছে এই মুহূর্তে হয়ত সবচেয়ে অপছন্দের নাম কোলে তোরে।

গ্রুপের অন্য ম্যাচে এপিওএলকে হারানোয় দু’ম্যাচ বাকি থাকতেই বার্সার সঙ্গে নক আউটে পৌঁছে গেল সঁ জঁ। জয় পেল বায়ার্ন, পোর্তো। গ্রুপের অন্য ম্যাচে সিএসকেএ মস্কোর কাছে হেরে যাওয়ায় ছিটকে গেল ম্যান সিটি, নক আউটে গেল বায়ার্ন। গ্রুপ জি-তে ড্র করল চেলসিও। তবে ওই গ্রপে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে তারাই।

ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

champions league messi raul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE