Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নয়াগ্রামে বিজেপি সমর্থকের বাড়ির গোয়ালে আগুন

নিজস্ব সংবাদদাতা
নয়াগ্রাম শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৪ ১২:১১
Share: Save:

পশ্চিম মেদিনীপুর জেলার নয়াগ্রাম থানার মলম গ্রামে এক বিজেপি সমর্থকের বাড়ির গোয়ালে আগুন লাগার ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ওই গ্রামের বাসিন্দা গোলাপ পাত্রের গোয়ালে আগুন লেগে দু’টি মোটরবাইক ভস্মীভূত হয়। আগুনে পুড়ে মারা গিয়েছে একটি গরুও।

স্থানীয় সূত্রে খবর, গোলাপবাবুর ছেলে কালিপদ পাত্র এলাকায় বিজেপি সমর্থক হিসেবে পরিচিত। ওই দিন রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই গোয়াল ঘরে আগুন দেখতে পান তাঁরা। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও পুড়ে যায় ওই গোয়ালঘরে রাখা দু’টি মোটরবাইক। আগুনে পুড়ে মারা যায় একটি গরু। কালিপদবাবুর দাবি, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা এই আগুন লাগিয়েছে বলে মনে হচ্ছে। তবে কারা এই ঘটনায় যুক্ত সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেননি তিনি। তাঁর কথায়, “ঘুম চোখে আগুন দেখে চিৎকার করতে থাকি। প্রতিবেশীরা এসে আগুন নেভায়। কারা এই আগুন লাগিয়েছে অন্ধকারে তা দেখতে পাইনি।”

সোমবার সকালে স্থানীয় নেতা অধের্ন্দু পাত্রের নেতৃত্বে বিজেপি-র এক প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। তাঁদের দাবি, তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনায় জড়িত। আগুন লাগানোর কারণ হিসেবে অর্ধেন্দুবাবু বলেন, “আগে এই পাত্র পরিবার সিপিএমের সমর্থক ছিল। লোকসভা নির্বাচনের আগে কালিপদ আমাদের সমর্থক হন। তৃণমূল সেই সময় থেকেই ওঁকে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছিল। কিন্তু উনি যোগ না দেওয়ায়, সেই আক্রোশেই আগুন লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে।” নয়াগ্রামের তৃণমূল ব্লক সভাপতি উজ্জ্বল দত্ত যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এই ঘটনায় আমাদের দলের কোনও যোগ নেই। সব কিছুতে রাজনীতির রং লাগানো ঠিক নয়।” পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nayagram pashchim medinipur fire bjp tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE