Advertisement
০৬ মে ২০২৪

বাইপাসে বাসের ধাক্কায় মৃত শিক্ষিকা

স্কুলে যাওয়ার পথে রাস্তা পেরোতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল এক শিক্ষিকার। মৃতের নাম শিখা রায়। বুধবার সকাল আটটা নাগাদ ইএম বাইপাসের উপর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের পূর্বাঞ্চলের বাসিন্দা শিখাদেবী প্রতি দিনের মতো এ দিনও স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৬
Share: Save:

স্কুলে যাওয়ার পথে রাস্তা পেরোতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল এক শিক্ষিকার। মৃতের নাম শিখা রায়। বুধবার সকাল আটটা নাগাদ ইএম বাইপাসের উপর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের পূর্বাঞ্চলের বাসিন্দা শিখাদেবী প্রতি দিনের মতো এ দিনও স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। বাস ধরার জন্যে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলের সামনে রাস্তা পেরোনোর সময় উল্টো দিক থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা মারে পঞ্চাশোর্ধ ওই মহিলাকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে একটি বেসকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা শিখাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমে বাস নিয়ে চালক পালিয়ে গেলেও পরে পুলিশ বাস-সহ তাঁকে বেহালার একটি ডিপো থেকে আটক করে।

এ দিনের দুর্ঘটনার পর ওই এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা জানিয়েছেন, প্রতি দিন সল্টলেকের রাস্তায় যে পরিমাণ গাড়ি চলে তা পরিবহণের জন্য উপযুক্ত পরিকাঠামো নেই। প্রয়োজনের তুলনায় অনেক রাস্তা চওড়া কম। এমনকী, অতিরিক্ত গাড়ি চলাচল করায় তা বেশ কয়েক জায়গায় ভেঙেও গিয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে চালকদের বেপরোয়া ভাবে গাড়ি চালানো। সমস্ত অভিযোগই কার্যত মেনে নিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “সমস্যা হচ্ছে। পরিকাঠামো ঢেলে সাজতে একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কথা ভাবা হয়েছে। সে বিষয়ে খুব শীঘ্রই আলোচনা শুরু হবে।” বেপরোয়া ভাবে গাড়ি চালানো রুখতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

teacher kolkata saltlake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE