Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বাড়ছে না যাত্রীভাড়া, জনমোহিনী পথেই রেল বাজেট

সংসদে রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এটাই নরেন্দ্র মোদী সরকারের প্রথম রেল বাজেট। ফলে, গোটা দেশের নজর ছিল সেই দিকে। এ বারে বাড়ছে না রেলভাড়া। ঘোষণা হল না নতুন ট্রেনেরও। পরিবর্তে জোর দেওয়া হল যাত্রী স্বাচ্ছন্দ্যে।

রেল বাজেট পেশ করছেন সুরেশ প্রভু। ছবি: টুইটার।

রেল বাজেট পেশ করছেন সুরেশ প্রভু। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২০
Share: Save:

সংসদে রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এটাই নরেন্দ্র মোদী সরকারের প্রথম রেল বাজেট। ফলে, গোটা দেশের নজর ছিল সেই দিকে। এ বারে বাড়ছে না রেলভাড়া। ঘোষণা হল না নতুন ট্রেনেরও। পরিবর্তে জোর দেওয়া হল যাত্রী স্বাচ্ছন্দ্যে। বাজেটে রেলমন্ত্রী যা ঘোষণা করলেন তা এক নজরে—

• বাড়ছে না যাত্রীভাড়া।

• নতুন কোনও ট্রেনের ঘোষণা হল না।

• চার মাস আগে কাটা যাবে ট্রেনের টিকিট।

• প্রবীণদের জন্য অনলাইনে হুইল চেয়ার বুকিংয়ের ব্যবস্থা।

• অনলাইন বুকিংয়ের মাধ্যমে আইআরসিটিসি-র খাবার অর্ডার দেওয়া যাবে।

• বেস কিচেন বানিয়ে খাবারের মান বাড়ানোর প্রস্তাব।

• পেপারলেস টিকিট ব্যবস্থার দিকে জোর।

• ট্রেনের ১৭ হাজার শৌচালয়কে জৈব শৌচালয়ে পরিবর্তিত করা হবে।

• পণ্য পরিষেবা বাড়াতে জোর। এক কোটি টন থেকে বাড়িয়ে দেড় কোটি টন করার প্রস্তাব।

• ৯ হাজার চারশো কিলোমিটার সিঙ্গল লাইনকে ডাবল লাইন এবং ট্রিপল লাইন করার প্রস্তাব।

• দিল্লি-মুম্বই এবং দিল্লি-কলকাতা শাখায় ট্রেনের গতি বাড়ানোয় জোর।

• টিকিট বুকিং কাউন্টারের সংখ্যা বাড়ানো হবে।

• ব্যয় সঙ্কোচের প্রস্তাব।

• বিনিয়োগ বাড়াতে জোর। সাড়ে আটশো লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব।

• পরিচ্ছন্নতার ক্ষেত্রে গুরুত্ব। ‘স্বচ্ছ রেল স্বচ্ছ ভারত’ প্রকল্পের প্রস্তাব।

• চারশোটি স্টেশনে ওয়াই ফাই।

• যাত্রীদের অভিযোগ নথিভুক্ত করতে হেল্পলাইন নম্বর ১৩৮ চালুর প্রস্তাব।

• নিরাপত্তা বিষয়ক সমস্যার জন্য হেল্পলাইন ১৮২ চালুর প্রস্তাব।

• নিরাপত্তা বিষয়ক অভিযোগ জানানোর জন্য মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রস্তাব।

• কিছু ট্রেনের মহিলা কামরায় সিসিটিভি লাগানোর প্রস্তাব।

• মাল্টি মোড ট্রান্সপোর্টের জন্য টার্মিনালের প্রস্তাব।

• যে কোনও সময়ে ট্রেনের অবস্থান জানার জন্য এসএমএস অ্যালার্টের ব্যবস্থা।

• আরও ১৫২টি স্টেশনে মোবাইল চার্জিংয়ের সুবিধা।

• ধাপে ধাপে রক্ষীবিহীন লেভেল ক্রশিং তুলে দিয়ে ওভারব্রিজ অথবা আন্ডারপাস করার প্রস্তাব। ৩৩৪৮টি ক্ষেত্রে এই ব্যবস্থা চালুর প্রস্তাব। এই খাতে ৬ হাজার পাঁচশো কোটি টাকা ধার্য করা হয়েছে।

• যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে ৬৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব।

• দশটি বড় শহরে স্যাটেলাইট টার্মিনালের প্রস্তাব।

• রেলের বহনক্ষমতা বাড়ানোর চিন্তা। যাত্রী সংখ্যা দশ শতাংশ বাড়ানোয় জোর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rail budget suresh prabhu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE