Advertisement
১১ মে ২০২৪

মাঝপথেই সিরিজ থেকে সরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

‘হুদহুদ’-এর পর এ বার ক্যারিবিয়ান বোর্ড আর প্লেয়ারদের ঝামেলার কালো ছায়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। যার জেরে ভেস্তে গেল বাকি সিরিজই। ওয়েস্ট ইন্ডিজ টিম জানিয়ে দিয়েছে ধর্মশালায় শুক্রবারের চতুর্থ ওয়ান ডে-ই শেষ। এর পর পঞ্চম ওয়ান ডে, একটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলবে না তারা। ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের বেতন সংক্রান্ত বিবাদই এই সিদ্ধান্তের কারণ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৪ ১৯:১৭
Share: Save:

‘হুদহুদ’-এর পর এ বার ক্যারিবিয়ান বোর্ড আর প্লেয়ারদের ঝামেলার কালো ছায়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। যার জেরে ভেস্তে গেল বাকি সিরিজই।

ওয়েস্ট ইন্ডিজ টিম জানিয়ে দিয়েছে ধর্মশালায় শুক্রবারের চতুর্থ ওয়ান ডে-ই শেষ। এর পর পঞ্চম ওয়ান ডে, একটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলবে না তারা। ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের বেতন সংক্রান্ত বিবাদই এই সিদ্ধান্তের কারণ।

ওয়েস্ট ইন্ডিজের হঠাৎ সিরিজ থেকে সরে দাঁড়ানোয় ভারতীয় বোর্ড ‘বিস্মিত এবং হতাশ’। বোর্ড সচিব সঞ্জয় পটেল একটি ওয়েবসাইটকে বলেন, “হঠাৎ টিম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ দিন সকালেই আমরা ওয়েস্ট ইন্ডিজের ম্যানেজার রিচি রিচার্ডসনের ই-মেল পেয়েছি।” ক্যারিবিয়ান ট্যুর এ ভাবে ভেস্তে যাওয়ায় ঠিক হয়েছে নভেম্বরে শ্রীলঙ্কার সঙ্গে পাঁচটি ওয়ান ডে খেলবে ভারত। যার প্রথম ম্যাচ সম্ভবত ১ নভেম্বর।

ভারতীয় বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্লেয়ারদের সঙ্গে চলা ঝামেলার সমাধান না করতে পারার ফল সিরিজের সঙ্গে যুক্ত সবাইকেই ভুগতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে খেলাটার ভবিষ্যত, প্লেয়ার, ভারতীয় বোর্ড আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) দীর্ঘদিনের সম্পর্কের কথা মাথাতেই রাখা হল না। সিরিজ শেষ করার কথা বারবার বলা সত্ত্বেও ডব্লিউআইসিবি নিজেরাই এ সব ঠিক করে ফেলল।” ভারতীয় বোর্ড ‘সিরিজ চালু রাখার’ সব রকম প্রচেষ্টা করেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বোর্ড কথা না রাখায়, এ বার ভারতীয় বোর্ড চায় আইসিসি এর বিরুদ্ধে ‘কড়া ব্যবস্থা’ নিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

india india west indies series series cancelled
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE