Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যাঞ্জেল দি মারিয়া

রেকর্ড মূল্যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে এলেন অ্যাঞ্জেল দি মারিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের জন্য রেড ডেভিলসদের দলে এলেন ২৬ বছরের এই আর্জেন্তিনীয় মিডফিল্ডার। এর আগে ২০১১ সালে ৫০ মিলিয়ন ইউরোয় চেলসিতে এসেছিলেন ফের্নান্দো তোরেস। এত দিন পর্যন্ত এটাই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের বৃহত্তম ট্রান্সফার মূল্য।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ১৫:১২
Share: Save:

রেকর্ড মূল্যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে এলেন অ্যাঞ্জেল দি মারিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের জন্য রেড ডেভিলসদের দলে এলেন ২৬ বছরের এই আর্জেন্তিনীয় মিডফিল্ডার। এর আগে ২০১১ সালে ৫০ মিলিয়ন ইউরোয় চেলসিতে এসেছিলেন ফের্নান্দো তোরেস। এত দিন পর্যন্ত এটাই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের বৃহত্তম ট্রান্সফার মূল্য।

দি মারিয়ার অন্তর্ভুক্তিতে খুশি হলেও সংযত প্রতিক্রিয়া দিয়েছেন লুই ফান গল। ম্যান ইউয়ের নবনিযুক্ত এই ডাচ কোচের মতে, “দি মারিয়া শুধু প্রতিভাবানই নয়, এক জন অসাধারণ গেম মেকার। ওঁর আসায় ম্যান ইউ প্রশ্নাতীত ভাবে শক্তিশালী হল। তবে এটা ভাবা একেবারেই উচিত্ নয় যে মারিয়া আসার সঙ্গে সঙ্গে দলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। জাদুকর না ভেবে দলের সঙ্গে মানিয়ে নিতে ওঁকে সময় দেওয়া উচিত্।” ম্যান ইউ-য়ে আসার পর প্রথম প্রতিক্রিয়ায় দি মারিয়া জানান, “ক্লাব নিয়ে কোচের দুরদৃষ্টির জন্যই আমার এখানে আসা। তবে এখানে আসতে পেরে আমি খুব খুশি। ফান গলের নেতৃত্বে চেষ্টা করব নিজের একশো শতাংশ দিয়ে ক্লাবের গৌরব ফিরিয়ে আনতে।”

তবে দি মারিয়া যতই ক্লাবের গৌরব ফিরিয়ে আনার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হন, প্রিমিয়ার লিগে ক্রমেই আরও তলিয়ে যাচ্ছে ইউনাইটেড। এই মুহূর্তে লিগ টেবিলের সাত নম্বরে আছে তারা। ফান গল দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত একটিও ম্যাচ জেতেনি তারা। মঙ্গলবার লিগ কাপে এম কে ডন্স নামে এক অনামী ক্লাবের কাছে চার গোলে হারল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

angel di maria manchester united
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE