Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

ভোটের মুখে আবার ভাঙন বিজেপিতে? বনগাঁ কেন্দ্রে শতাধিক কর্মীর তৃণমূলে যোগের দাবি বিশ্বজিতের

তৃণমূলে যোগ দেওয়া বিজেপি নেতার দাবি, বিজেপিতে এই মুহূর্তে বিশ্বাসযোগ্য কোনও নেতা নেই রাজ্যে। তৃণমূল থেকে যাওয়া লোকজনকেই ধরে ধরে নেতা বানিয়ে দেওয়া হচ্ছে। তাই তাঁদের দলত্যাগ।

বিজেপি নেতাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিচ্ছেন বিশ্বজিৎ দাস।

বিজেপি নেতাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিচ্ছেন বিশ্বজিৎ দাস। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বাগদা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ২৩:১১
Share: Save:

লোকসভা ভোটের মুখে আবার ভাঙন বিজেপিতে। বনগাঁ লোকসভা কেন্দ্রে এক বিজেপি নেতা তাঁর শতাধিক অনুগামীকে নিয়ে তৃণমূলে যোগ দিলেন বলে দাবি করেছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। যদিও পাল্টা বিজেপির দাবি, একই লোককে বার বার যোগদান করাচ্ছে তৃণমূল।

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের ১ নম্বর মণ্ডলের বিজেপির প্রাক্তন সভাপতি সুজয় বিশ্বাস। শুক্রবার সুজয়-সহ বেশ কয়েক জন প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিশ্বজিতের হাত ধরে ঘাসফুল পতাকা তুলে নেন। বাগদার রনঘাট গ্রাম পঞ্চায়েতের উত্তর কুলবেড়িয়া প্রাথমিক স্কুল মাঠে বসেছিল যোগদান কর্মসূচি। এই বিষয়ে বিজেপি নেতা সুজয় বলেন, ‘‘বাগদায় বিজেপি দলটা আমরা তৈরি করেছিলাম। এখন তৃণমূলের লোক এসে বিজেপি নেতা হয়ে উঠছেন। পশ্চিমবঙ্গে বিজেপির নেতা যদি হন শুভেন্দু অধিকারী, সেই দল করব কী করে? সেই কারণে আমরা তৃণমূলে যোগ দিলাম।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

এ বিষয়ে বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে এবং বাংলা-বিদ্বেষী গরিব মানুষের টাকা আটকে দেওয়া কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শতাধিক কর্মী সমর্থক নিয়ে বিজেপি নেতা সুজয় বিশ্বাস তৃণমূলে যোগদান করেছেন।’’

যদিও তৃণমূলে যোগদানের দাবি মানতে রাজি নয় বিজেপি। পদ্মশিবিরের পাল্টা দাবি, একই লোককে প্রতি বার ভোটের সময় তৃণমূল যোগদান করায়। বনগাঁ বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘‘সুজয় বিশ্বাস এ নিয়ে চার বার তৃণমূলে যোগ দিলেন! ওঁর পরিবার সঙ্গে নেই, লোক পাবেন কোথায়? তৃণমূলের কী দূরাবস্থা দেখুন, একটা লোককে বার বার যোগদান করাতে হচ্ছে! একটা পচা লোককে বার বার যোগদান করানো নিয়ে বিজেপির কোনও মাথাব্যথা নেই। বনগাঁ লোকসভায় দু’লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটে আমরা জিতছি।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 BJP TMC Biswajit Das
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE