Advertisement
Back to
Presents
Associate Partners
Keshava Rao

কংগ্রেস ফিরেছে কুর্সিতে, কেশবও বিআরএস-ত্যাগী

রাওয়ের সঙ্গে বিআরএস ছেড়ে তাঁর কন্যা, হায়দরাবাদের মেয়র জি বিজয়লক্ষ্মীও কংগ্রেসে ফিরবেন। আগামী ৩০ মার্চ তাঁরা কংগ্রেসে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

keshav rao

কেশব রাও। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০৮:২১
Share: Save:

কংগ্রেসে ফিরতে চলেছেন প্রবীণ নেতা কে কেশব রাও। বর্তমানে বিআরএস-এর রাজ্যসভার সাংসদ কে কেশব রাও কংগ্রেস ছেড়েই বিআরএস-এ যোগ দিয়েছিলেন। কংগ্রেসে থাকাকালীন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন রাও। রাওয়ের সঙ্গে বিআরএস ছেড়ে তাঁর কন্যা, হায়দরাবাদের মেয়র জি বিজয়লক্ষ্মীও কংগ্রেসে ফিরবেন। আগামী ৩০ মার্চ তাঁরা কংগ্রেসে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তেলঙ্গানায় সম্প্রতি বিআরএস-কে ক্ষমতা থেকে সরিয়ে কংগ্রেস গদিতে এসেছে। তার পরেই কংগ্রেস পুরনো নেতাদের দলে ফেরানোর কাজ শুরু করেছে। বিশেষত হায়দরাবাদের মেয়র বিজয়লক্ষ্মীকে দলে টেনে কংগ্রেস হায়দরাবাদ পুর এলাকাতেও শক্তি বাড়াতে চাইছে।

কে কেশব রাও ও তাঁর কন্যা ইতিমধ্যেই বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর সঙ্গে দেখা করে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ভাল সময়ে ক্ষমতার সুফল ভোগ করে খারাপ সময়ে কেশবের দল ছাড়ার সিদ্ধান্ত শুনে কেসিআর ক্ষোভ প্রকাশ করেছেন বলেই দলীয় সূত্রের খবর। কেশব রাওয়ের অবশ্য যুক্তি, তাঁর রাজ্যসভায় নির্বাচনের সময়ে তিনি কংগ্রেসেরও সমর্থন পেয়েছিলেন। কেউ তীর্থযাত্রায় গেলেও দিনের
শেষে নিজের ঘরেই ফেরে। কেশবের পুত্র কে বিপ্লব কুমার অবশ্য দাবি করেছেন, তিনি বিআরএস দলেই থাকবেন।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Congress BRS Lok Sabha Election 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE