Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

ফের লকেটের বিরুদ্ধে পোস্টার, শুরু তরজা

বুধবার সকালে পান্ডুয়ার খন্যান পঞ্চায়েত এলাকার খন্যান চৌমাথা, কলেজ মোড় ইত্যাদি জায়গায় ওই পোস্টার ঘিরে শোরগোল পড়ে।

লকেট চট্টোপাধ্যায় বিরুদ্ধে পোস্টার পরলো খন্যানে।

লকেট চট্টোপাধ্যায় বিরুদ্ধে পোস্টার পরলো খন্যানে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পান্ডুয়া শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ০৭:০৫
Share: Save:

চুঁচুড়া, শ্রীরামপুরের পরে এ বার সাংসদ তথা হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল পান্ডুয়াতেও। তাঁকে ঘিরে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন তুলছিলেন দলের কর্মী-সমর্থকদের একাংশ। হুগলিতে তাঁকে যাতে দল ফের প্রার্থী না করে সেই আর্জি খোলাখুলি ভাবেই তাঁরা জানান সমাজমাধ্যমে। গেরুয়া শিবির অবশ্য লকেটেই ভরসা রেখেছে। লকেট প্রচারেও নেমেছেন। কিন্তু তাঁকে ঘিরে দলের একাংশের অসন্তোষে অস্বস্তিতে বিজেপি শিবির।

বুধবার সকালে পান্ডুয়ার খন্যান পঞ্চায়েত এলাকার খন্যান চৌমাথা, কলেজ মোড় ইত্যাদি জায়গায় ওই পোস্টার ঘিরে শোরগোল পড়ে। পোস্টারে দাবি করা হয়েছে, বিগত পাঁচ বছরে ইটাচুনা-খন্যান অঞ্চলে একদিনও লকেটের দেখা মেলেনি। তাই এ বারে এখানে বিজেপির ভোটও নেই।যদিও এই পোস্টার কে বা কারা সেঁটেছেন, স্পষ্ট নয়। কারণ, পোস্টারে কোনও নাম নেই। ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময়েও লকেটের বিরুদ্ধে পোল্টার পড়েছিল পান্ডুয়ায়।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

এ বার বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি নিয়ে লকেটের প্রতিক্রিয়া মেলেনি। একাধিক বার তাঁর মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি। মোবাইলে বার্তা পাঠানো হলেও উত্তর দেননি। বিজেপির অভিযোগ, এই কাজের পিছনে রয়েছে তৃণমূল। বিজেপির পান্ডুয়া মণ্ডল সভাপতি অমিতাভ ঘোষের দাবি, ‘‘এটা তৃণমূলের চক্রান্ত। এলাকায় অনেক উন্নয়ন করেছেন সাংসদ। এ বছর মোদী-হাওয়ায় তৃণমূল খড়কুটোর মতো উড়ে যাবে।’’

অভিযোগ মানেনি তৃণমূল। তাদের দাবি, লকেটকে ঘিরে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। সেই কারণে বিজেপির বিক্ষুব্ধরাই ওই পোস্টার সেঁটেছেন। পান্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি আনিসুল ইসলাম বলেন, ‘‘আমরা কোনও চক্রান্ত করিনি। এটা বিজেপির অন্তর্কলহ। তৃণমূলের উন্নয়নের কাছে ওরা হেরে যাবে, তাই ভয় পেয়ে ভুল বকছে।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Pandua Locket chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE